সাবেক মেয়র তাপসের সহযোগী টিটু গ্রেপ্তার
Published: 26th, August 2025 GMT
বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান টিটু নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। টিটু ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) মালিবাগ সিআইডি কার্যালয় থেকে বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান।
সিআইডি জানায়, ধানমন্ডি (ডিএমপি) থানার মামলা (মামলা নং-৭, তাং- ১৯/০৯/২০২৪ খ্রি.
ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি আভিযানিক দল সোমবার (২৫ আগস্ট) ভোরে বাড্ডা থানা এলাকা থেকে টিটুকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র জনতার উপর হামলার কথা স্বীকার করেন। সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন বলেও জানান তিনি।
সিআইডি জানিয়েছে, টিটু ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেন এবং ভিকটিম আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যায়। আসামিকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদি আব্দুল্লা সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আন্দোলনকারী ছাত্রজনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মরদেহ গুম করার চেষ্টা করে।
উল্লেখিত হত্যাকাণ্ড ও মরদেহ গুম করার চেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদি হয়ে বিজ্ঞ আদালতে লিখিতভাবে অভিযোগ করলে বিজ্ঞ আদালতের আদেশে ধানমন্ডি থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।
গত ১৫ মে সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার ও ১৭ জুন মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তাপসের সহযোগী হিসেবে মোস্তাফিজুর রহমান টিটু বেশ প্রভাবশালী ও ক্ষমতাশীল ছিলেন।
মামলার রহস্য উদঘাটন, অপরাপর অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।
ঢাকা/এম/আর
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর তদন ত সহয গ স আইড
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।