চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শিংনগর সীমান্ত দিয়ে হিরো মন্ডল (২৬ নামে) এক ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে বুধবার (২৭ আগস্ট) দুপুরে নৌ-পুলিশের সদস্যরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।

আরো পড়ুন:

টাঙ্গাইলে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান।

মারা যাওয়া হিরো মন্ডল (২৬) ভারতের মালদা জেলার সুজাপুরের কালাচাঁদ মণ্ডলের ছেলে। 

সংশ্লিষ্টরা জানান, হিরো মন্ডল পেশায় জেলে। তিনি ভারতের গঙ্গায় মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হন। পানির স্রোতে তার মরদেহ ভেসে আসে। গত সোমবার পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় হিরো মন্ডলের মরদেহ দেখতে পেয়ে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

পরিচয় শনাক্তের পর আজ বুধবার দুপুরে শিবগঞ্জের শিংনগর সীমান্ত এলাকা দিয়ে ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়।

গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান বলেন, “মাছ ধরতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন হিরো মন্ডল। এ নিয়ে ভারতের বৈশবনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের সদস্যরা। সব তথ্য নিশ্চিত হওয়ার পরই মঙ্গলবার মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় ভারতের বৈশবনগর থানা পুলিশ, বিএসএফ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।”

ঢাকা/মেহেদী/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ র মরদ হ

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়।  ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়। 

আরো পড়ুন:

কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির

অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প

বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।

বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
  • সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী