শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি এআই নয়
Published: 29th, August 2025 GMT
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সময় একজন ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা তৈরি বলে দাবি করা হয়েছে।
তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ছবি এবং সংশ্লিষ্ট আলোকচিত্রীদের বক্তব্য থেকে এ দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে একটি ছবি তাদের ফেসবুক পেজ এবং ডিএমপি নিউজ-এ প্রকাশ করে দাবি করা হয় যে, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.
তবে ডিএমপির এই দাবি মিথ্যা বলে সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে আলোচনা উঠছে। সেখানে বলা হচ্ছে- ডিএমপি যে ছবিটিকে এআই দ্বারা তৈরি বলে দাবি করেছে, তা বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে একই ঘটনার সময় তোলা একাধিক আলোকচিত্রীর ছবির সঙ্গে মিলে যায়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-এর আলোকচিত্রী রাজীব ধর একই ধরনের ছবি তুলেছেন, যা তাদের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার কালেরকণ্ঠের ফটোগ্রাফার শেখ হাসানের তোলা একই রকমের একটি ছবি তাদের প্রথম পাতায় প্রকাশ করেছে। বাংলাদেশ প্রতিদিন-এর আলোকচিত্রী জয়ীতা রয় তার তোলা ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।
আলোকচিত্রী জয়ীতা রয় গণমাধ্যমকে বলেছেন, “হেয়ার রোডে পুলিশ যখন শিক্ষার্থীদের আটক করছিল, সেই সময়ই তিনি ছবিটি তোলেন। ওই সময় ডেইলি স্টারের অর্কিড, টিবিএস-এর রাজীব ধর এবং মানবজমিনের আবু সুফিয়ান জুয়েলসহ আরও অনেকেই একই ধরনের ছবি ধারণ করেছেন।”
এদিকে ফ্যাক্টচেকিং ওয়েবসাইটের মাধ্যমে ছবিটি যাচাই করে দেখা গেছে, এটি কোনোভাবেই এআই দ্বারা তৈরি নয়। ছবিটি ডিজিটাল ফরেনসিক টুলস ব্যবহার করে বিশ্লেষণ করলে এর বাস্তব উৎস নিশ্চিত করা যায়।
এসব প্রমাণ থেকে স্পষ্টতই বোঝা যায়, শিক্ষার্থীকে মারধরের ছবিটি এআই জেনারেটেড নয় এবং ডিএমপির পক্ষ থেকে এই বিষয়ে করা দাবিটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যা দাবি সম্ভবত জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশের কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার একটি প্রচেষ্টা।
বুধবার (২৮ আগস্ট) তিন দফা দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ তাদের ওপর ব্যাপক হামলা চালায়। এই সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং বেধড়ক মারধর করে। বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।
ঢাকা/এমআর/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রক শ ড এমপ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।