গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকারের সাধারণ সম্পাদক চিকিৎসাধীন রাশেদ খাঁন জানান, নুরুল হকের অবস্থা সংকটাপন্ন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, তার সমস্ত শরীর রক্তাক্ত। 

গণঅ‌ধিকারের উচ্চতর প‌রিষ‌দের সদস্য আবু হা‌নিফ জানান, আহত নুর‌কে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতা‌ল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রাশেদ খাঁন নিজেও গুরুতর আহত। তিনিও চিকিৎসা নিচ্ছেন।

কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়ে দেখা যায়, গণঅধিকারের আহত নেতাকর্মীরা চিকিৎসা নিচ্ছেন। ক্ষতের যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকে। তাদের কারো মাথায় প্যান্ডেজ, কারো পায়ে, কারোবা হাতে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তখন গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় বেঁধে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গণঅধিকারের নেতাকর্মীরা ঘটনাস্থল না ছাড়লে তাদের ওপর লাঠিচার্জ শুরু করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, নুরুকে বেধড়ক পেটাচ্ছেন তারা। এমন কি আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে পড়ে যাওয়ার পরও তাকে আঘাত করা হচ্ছে।

এর আগে জাতীয় পা‌র্টি নেতাকর্মী‌দের ওপর গণঅ‌ধিকার প‌রিষ‌দের নেতাকর্মীরা প‌রিক‌ল্পিতভা‌বে হামলা করে‌ছে বলে অভিযোগ ক‌রে জ‌ড়িত‌দের বিচার দা‌বি ক‌রে‌ন জাপার মহাস‌চিব ব‌্যা‌রিস্টার শামীম হায়দার পা‌টোয়ারী।

রা‌তে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এ দা‌বি জানান। তা‌দের হামলায় দ‌লের বেশ ক‌য়েকজন নেতা আহত হ‌য়ে‌ছেন ব‌লেও দা‌বি ক‌রেন তি‌নি। এ সময় দ‌লের প্রেসি‌ডিয়াম সদস‌্য সাইফু‌দ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন উপ‌স্থি‌ত ছি‌লেন।

এ দিন সন্ধ্যার দিকে জাতীয় পা‌র্টির নেতাকর্মী‌দের স‌ঙ্গে গণঅ‌ধিকার প‌রিষ‌দের নেতাকর্মী‌দের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌। এর জন্য তারা পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করে।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, জাতীয় পা‌র্টি নি‌ষিদ্ধ এবং দল‌টির নেতা‌দের গ্রেপ্তা‌রের দা‌বি‌তে পল্টন জি‌রো প‌য়ে‌ন্টে সমা‌বেশ ডা‌কে গণঅ‌ধিকার প‌রিষদ। এই খবর পে‌য়ে জাতীয় পা‌র্টির কাকরাইল অফিসে দ‌লের মহাস‌চিব ব‌্যা‌রিষ্টার শামীম পা‌টোয়ারী, প্রেসি‌ডিয়াম সদস‌্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটনসহ দল‌টির বিপুলসংখ‌্যক নেতাকর্মী অবস্থান নেন কাকরাই‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে। গণঅ‌ধিকার প‌রিষ‌দের সমা‌বেশ শে‌ষে মি‌ছিল নি‌য়ে কাকরাই‌লের নাইটি‌ঙ্গেল মো‌ড়ে যাওয়ার প‌থে শ্লোগান পাল্টা শ্লোগা‌নে জাতীয় পা‌র্টির নেতা‌কর্মী‌দের স‌ঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যা‌য়ে সংঘর্ষ হয়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকর সাংবা‌দিক‌দের বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।”

ঢাকা/রুহানি/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন ত কর ম গণঅধ ক র ইসল ম

এছাড়াও পড়ুন:

“উচ্চশিক্ষা স্বপ্ন নয়, বাস্তবতার পথ” নারায়ণগঞ্জে অনুপ্রেরণামূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষা আর কেবল ধনী পরিবারের সন্তানদের স্বপ্ন নয় এখন এটি সম্ভব পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে। এমন অনুপ্রেরণামূলক বার্তা নিয়েই নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “Higher Education, Possibilities and Dream” শীর্ষক শিক্ষা সেমিনার।

বৃস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে IELTS World ও Smart World Consultancy।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাব ইউকে-এর সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ডেইলি নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক মনির মুন্না।

এ ছাড়া জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন অনুষ্ঠানে।

সেমিনারে বক্তারা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া, ভিসা প্রস্তুতি, শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি ইংরেজি দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন ও মানসিক প্রস্তুতি নিয়েও পরামর্শ দেন তাঁরা।

প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন,“আজকের তরুণরাই আগামী দিনের বিশ্বনেতা। তোমাদের চোখে আমি দেখি স্বপ্নের আগুন, সেই আগুনই একদিন আলোকিত করবে বাংলাদেশকে। উচ্চশিক্ষা শুধু নিজের উন্নতির জন্য নয়, এটি দেশের উন্নয়নেও এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”

প্রধান বক্তা ড. আতাউর রহমান বলেন,“আজকের বিশ্বে উচ্চশিক্ষা কেবল একটি সনদ নয়, এটি মানসিক ও পেশাগত পরিপূর্ণতার প্রতীক। বিদেশে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু জ্ঞানই অর্জন করে না, বরং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের গুণাবলি এবং সংস্কৃতির প্রতি সহনশীলতাও অর্জন করে। বাংলাদেশি শিক্ষার্থীরা এখন বিশ্বের যেকোনো প্রান্তে নিজেদের মেধা ও যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার সামর্থ্য রাখে।”

তিনি আরও বলেন,“বড় স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্ন পূরণে ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বিদেশে পড়াশোনা কেবল তোমার জীবনের পথ নয়, এটি তোমার দেশের জন্যও এক নতুন অধ্যায়ের সূচনা।”

IELTS World ও Smart World Consultancy–এর প্রতিনিধিরা বলেন,“এই সেমিনারের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে থাকা ভয় ও দ্বিধা দূর করা। বিদেশে পড়াশোনা কেবল সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, এটি জীবনের নতুন দিগন্ত উন্মোচনের সাহস।”

অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন,“বিদেশে পড়াশোনা নিয়ে আগে ভয় লাগত, আজ বুঝেছি সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস থাকলে আমরাও পারব।”

অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তাঁদের মতে, “এমন সেমিনার শিক্ষার্থীদের বাস্তব তথ্য জানার সুযোগ দেয়, নতুন উদ্যমে লক্ষ্য স্থির করতে সহায়তা করে।”

অনুষ্ঠানের শেষে আয়োজক প্রতিষ্ঠান IELTS World ও Smart World Consultancy অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেয়।

নারায়ণগঞ্জের তরুণ প্রজন্মের মধ্যে এ সেমিনার সৃষ্টি করেছে নতুন উদ্দীপনা ও আশা। আয়োজনটি যেন প্রমাণ করেছে উচ্চশিক্ষা আর কল্পনা নয়, এটি দৃঢ় প্রত্যয় ও পরিশ্রমের বাস্তব পথ।

 

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষুব্ধ-বিরক্ত আঁখি বললেন, ভণ্ডামি থেকে মুক্তি চাই
  • ‘বয়স বাড়ছে, বুঝে ফেলি কে মিথ্যা বলে’—ফেসবুকে আঁখি আলমগীর
  • গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার সভাপতিকে অব্যাহতি
  • “উচ্চশিক্ষা স্বপ্ন নয়, বাস্তবতার পথ” নারায়ণগঞ্জে অনুপ্রেরণামূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত