সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে ছবি দিয়ে অসত্য ও অপপ্রচার ছাড়ানোর অভিযোগে রুপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক নূরে আলম।

শনিবার (৩০ আগস্ট) রাতে  সাংবাদিক নূরে আলম নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে "রূপগঞ্জের দুর্নীতির খবর "নামক ভুয়া ফেসবুক আইডির অজ্ঞাত মালিক কে অভিযুক্ত করা হয়।

সাংবাদিক নূরে আলম রূপগঞ্জের মঙ্গলখালী এলাকার শাহজাহান হোসেনের ছেলে। তিনি দৈনিক জনকন্ঠ ও দৈনিক বাংলাদেশ পোস্টের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্বে রয়েছেন ।

জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগকারী তার ব্যাক্তিগত ফেসবুক আইডি ঔড়ঁৎহধষরংঃ গফ ঘঁৎধষধস নামের আইডি থেকে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর লেখা সহ বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে।

উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক নূরে আলম বলেন, রূপগঞ্জের দুর্নীতির খবর নামক ফেক ফেসবুক আইডি হইতে আমার নামে বিভিন্ন মানহানিকর লেখালেখি অপপ্রচার চালাইয়া আমার মান মর্যাদা ক্ষুন্ন করিতেছে।

আমি বিভিন্নভাবে চেষ্টা করিয়া উক্ত অপপ্রচারকারী অজ্ঞাতানামা ব্যক্তির ফেক ফেসবুক আইডির পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হয়েছি। এই ভুয়া আইডির কারণে ব্যক্তিগতভাবে মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছি।

তিনি বলেন, জিডি-র মাধ্যমে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে এই সাইবার অপরাধের বিষয়ে অবগত করছেন। যাতে তারা এই জালিয়াতির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এর ফলে ওই ভুয়া আইডিটি দ্রুত বন্ধ করা সম্ভব হবে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগটি সাইবার ট্রাইব্যুনালে তদন্তের জন্য পাঠানো হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ফ সব ক ন র য়ণগঞ জ ফ সব ক আইড র পগঞ জ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ