ওসিকে টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকি, আইজিপির কাছে অভিযোগ
Published: 1st, September 2025 GMT
ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকনের বিরুদ্ধে ব্যবসায়ীকে লাঞ্ছিত করা এবং দাবিকৃত টাকা না দেওয়ায় মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো.
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব অভিযোগ করেন। মো. ইলিয়াছ সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পান্ডব বাড়ির বাসিন্দা মো. আব্দুল হাদীর ছেলে।
আরো পড়ুন:
ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে প্রাণ গেল শ্বশুরের
লিখিত বক্তব্যে মো. ইলিয়াছ জানান, গত ৬ আগস্ট শাওন নামে এক ব্যক্তির কাছ থেকে ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা আদায় ও নিরাপত্তার জন্য সোনাগাজী মডেল থানায় অভিযোগ করেন। একাধিকবার তলব করা হলেও বিবাদী শাওন উপস্থিত না হওয়ায় বৈঠক হয়নি। পরে তদন্ত কর্মকর্তা এসআই গোলাম কিবরিয়াকে নিরপেক্ষ তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানান তিনি। ২৩ আগস্ট হঠাৎ এসআই কিবরিয়া তাকে জানান, থানার ওসি বায়েজীদ আকন এ বিষয়ে সরাসরি বৈঠক করবেন। তবে অসুস্থতার কারণে ইলিয়াছ ও তার স্ত্রী বৈঠকে যেতে অপারগতা প্রকাশ করেন।
অভিযোগে বলা হয়, এরপর থেকে পুলিশ বারবার তাদের বাড়িতে গিয়ে হুমকি দেয় থানায় না গেলে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাওয়া হবে। একপর্যায়ে ২৬ আগস্ট ওসির নির্দেশে জোর করে তাকে থানার সালিশি বৈঠকে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদী হওয়া সত্ত্বেও তাকে কথা বলার বা কোনো প্রমাণ উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি।
ইলিয়াছের দাবি, বিবাদীর কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার পর ওসি বায়েজীদ আকন তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দুই দিনের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ দেন। টাকা দিতে ব্যর্থ হলে হত্যা মামলাসহ একাধিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ‘‘অভিযোগকারী আপাদমস্তক প্রতারক প্রকৃতির লোক। পাওনাদারকে টাকা না দেওয়ার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তি নেই।’’
ঢাকা/সাহাব/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব য় জ দ আকন ত কর ম ব যবস
এছাড়াও পড়ুন:
রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ
রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”
শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”
এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।
এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ঢাকা/শংকর/মেহেদী