জনগণই নির্বাচনের ব্যবস্থা করে নেবে: শাহজাহান
Published: 1st, September 2025 GMT
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘‘দেশি-বিদেশি ষড়যন্ত্রে দেশের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন কথা উঠেছে। জনগণ যেহেতু বিএনপির সঙ্গে আছে, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নেবে।’’
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নোয়াখালী জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
আরো পড়ুন:
বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না: দুলু
আল্লাহ গণতন্ত্রে ফেরার সুযোগ দিয়েছেন, অবহেলা করা উচিত হবে না: দুলু
মো.
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘জিয়াউর রহমান এ দল করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ-স্বরূপ। দেশের ভূখণ্ডে যেন কোনো আধিপত্য শক্তি হস্তক্ষেপ করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।’’
নেতাকর্মীদের উদ্দেশে মো. শাহজাহান বলেন, ‘‘তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে এমন ম্যাসেজ দিতে হবে, দেশে এমন শক্তি নেই, যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যত পরিকল্পনা ধ্বংস করতে পারে।’’
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপির চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।
ঢাকা/সুজন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ব এনপ র রহম ন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট