গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে মুজাহিদ আলী (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। মুজাহিদ আলী চাঁপাই নওয়াবগঞ্জ সদর উপজেলার ছদর আলীর ছেলে।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মির মো.

সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মুজাহিদ এক সপ্তাহ আগে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক উর্মি হকের নির্মাণাধীন ভবনে কাজ করতে আসেন। সোমবার তৃতীয় তলার কার্নিশে কাজ করার জন্য বাঁশ সরানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যান তিনি। অন্য শ্রমিকরা মুজাহিদকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আফতাব জিলানী বলেছেন, মুজাহিদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ভবনের মালিক ঊর্মি হক বলেছেন, শ্রমিকরা আমার নির্মাণাধীন ভবনে কাজ করছিল। এ সময় আমি আমার চেম্বারে রোগী দেখছিলাম। সে কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তা আমার জানা নেই। 

ঢাকা/বাদল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত ন র ম ণ ধ ন ভবন গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ