সাউথইস্ট ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন বিষয়ক কর্মশালা
Published: 1st, September 2025 GMT
আধুনিক কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) গত ২৮ আগস্ট ‘সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি লস’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল বক্তা ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিশেষজ্ঞ অধ্যাপক ড.
ড. শামস রহমান তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থাকে একটি সাপ্লাই চেইন মডেল হিসেবে দেখার ওপর জোর দেন।
তিনি বলেন, “পাঠ্যক্রম তৈরি থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন পর্যন্ত প্রতিটি ধাপে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করলে তা শিক্ষার্থীদের জন্য আরো কার্যকর এবং কর্মসংস্থানমুখী হতে পারে।”
তিনি উল্লেখ করেন, “এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো দক্ষতার সাথে ‘চাকরির জন্য প্রস্তুত’ জনশক্তি সরবরাহ করতে সক্ষম হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, “বর্তমান কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী, শিক্ষাদান পদ্ধতি ও কোর্সগুলো ঢেলে সাজানো অত্যন্ত জরুরি।”
তিনি শিক্ষকদের নৈতিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “শিক্ষার্থীরা শিক্ষকদের আচার-আচরণের মাধ্যমেই মূল্যবান শিক্ষা লাভ করে।”
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের প্রতি এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার প্রতি তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স উথইস ট ইউন ভ র স ট স ট ইউন ভ র স ট স প ল ই চ ইন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।