নেদারল‌্যান্ডসের বিপক্ষে দুটি ম‌্যাচই দারুণভাবে জিতেছে বাংলাদেশ। এক ম‌্যাচ হাতে রেখে সোববার নিশ্চিত করেছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম‌্যাচ বাংলাদেশ জিতেছিল ৮ উইকেট। আজ জিতল ৯ উইকেটে।

নেদারল‌্যান্ডসকে ১০৩ রানে আটকে দিয়ে ৪১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ম‌্যাচ জয়ের নায়ক হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। রিশাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া একাদশে ফেরা তানজিম হাসান সাকিবও পেয়েছেন ১ উইকেট।

আরো পড়ুন:

বিসিবি নির্বাচন অক্টোবরে

বড় জয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

সিরিজ জয়ের আনন্দ তো লিটন দাসের আছেই। তবে তার কাছে বড় প্রাপ্তি একাদশের বাইরে যারা ছিলেন তারা ফিরে দারুণভাবে পারফর্ম করা এবং জয়ে অবদান রাখা। দলের বেঞ্চ পরীক্ষায় সফল হওয়ায় উচ্ছ্বসিত লিটন। 

পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘সিরিজের প্রথম ম্যাচ জেতাটা ভালো, কারণ এটি আপনাকে আপনার বেঞ্চ কতটা শক্তিশালী তা পরীক্ষা করার সুযোগ দেয়। আমরা তা করেছি, এবং এটি ফলপ্রসূ হয়েছে। এবং যেহেতু আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়ও।’’

‘‘আমরা ধারাবাহিকভাবে আমাদের দল গড়ে তোলার চেষ্টা করবো।  এটি একটি ভালো লক্ষণ যে যেই দলে আসুক না কেন, তারা তাদের কাজটি করে দেখাবে। দিনশেষে, আমরা যদি জিততে পারি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।" - যোগ করেন লিটন। 

সিরিজ জয় নিয়ে আলাদা করে লিটন বলেছেন, ‘‘একজন অধিনায়ক হিসেবে, আমি প্রতিটি সিরিজ জিততে চাই, কিন্তু প্রতিবারই তা সম্ভব নয়। সমস্ত কৃতিত্ব দলের। বোলারদের অসাধারণ প্রচেষ্টা ছিল। আমরা গত দুই সপ্তাহ ধরে এখানে একটি ক্যাম্প করছি, এবং তারা অনুশীলনে অতিরিক্ত প্রচেষ্টা করেছে।’’

বোলারদেরকে লিটন আলাদা কৃতিত্ব দিয়েছেন, ‘‘উইকেটে কিছুটা গ্রিপ ছিল, কিন্তু তারা সত্যিই ভালো বোলিং করেছে এবং তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তারা জানত কিভাবে উইকেটে বল করতে হয়, তাদের বৈচিত্র্য এবং সবকিছু দিয়ে। আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ কতটা ভালো, এমনকি নাসুম আহমেদ, যিনি খুব বেশি ম্যাচ খেলেননি, তিনিও এসে তার কাজ করেছেন। এটাই ভালো দিক।’’

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ