সিরিজ জয়ের পাশাপাশি বেঞ্চ পরীক্ষায় সফল হয়ে উচ্ছ্বসিত লিটন
Published: 1st, September 2025 GMT
নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ম্যাচই দারুণভাবে জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সোববার নিশ্চিত করেছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৮ উইকেট। আজ জিতল ৯ উইকেটে।
নেদারল্যান্ডসকে ১০৩ রানে আটকে দিয়ে ৪১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ম্যাচ জয়ের নায়ক হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। রিশাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া একাদশে ফেরা তানজিম হাসান সাকিবও পেয়েছেন ১ উইকেট।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচন অক্টোবরে
বড় জয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের
সিরিজ জয়ের আনন্দ তো লিটন দাসের আছেই। তবে তার কাছে বড় প্রাপ্তি একাদশের বাইরে যারা ছিলেন তারা ফিরে দারুণভাবে পারফর্ম করা এবং জয়ে অবদান রাখা। দলের বেঞ্চ পরীক্ষায় সফল হওয়ায় উচ্ছ্বসিত লিটন।
পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘সিরিজের প্রথম ম্যাচ জেতাটা ভালো, কারণ এটি আপনাকে আপনার বেঞ্চ কতটা শক্তিশালী তা পরীক্ষা করার সুযোগ দেয়। আমরা তা করেছি, এবং এটি ফলপ্রসূ হয়েছে। এবং যেহেতু আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়ও।’’
‘‘আমরা ধারাবাহিকভাবে আমাদের দল গড়ে তোলার চেষ্টা করবো। এটি একটি ভালো লক্ষণ যে যেই দলে আসুক না কেন, তারা তাদের কাজটি করে দেখাবে। দিনশেষে, আমরা যদি জিততে পারি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।" - যোগ করেন লিটন।
সিরিজ জয় নিয়ে আলাদা করে লিটন বলেছেন, ‘‘একজন অধিনায়ক হিসেবে, আমি প্রতিটি সিরিজ জিততে চাই, কিন্তু প্রতিবারই তা সম্ভব নয়। সমস্ত কৃতিত্ব দলের। বোলারদের অসাধারণ প্রচেষ্টা ছিল। আমরা গত দুই সপ্তাহ ধরে এখানে একটি ক্যাম্প করছি, এবং তারা অনুশীলনে অতিরিক্ত প্রচেষ্টা করেছে।’’
বোলারদেরকে লিটন আলাদা কৃতিত্ব দিয়েছেন, ‘‘উইকেটে কিছুটা গ্রিপ ছিল, কিন্তু তারা সত্যিই ভালো বোলিং করেছে এবং তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তারা জানত কিভাবে উইকেটে বল করতে হয়, তাদের বৈচিত্র্য এবং সবকিছু দিয়ে। আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ কতটা ভালো, এমনকি নাসুম আহমেদ, যিনি খুব বেশি ম্যাচ খেলেননি, তিনিও এসে তার কাজ করেছেন। এটাই ভালো দিক।’’
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫