বন্দরে দাবিকৃত চাঁদা না পেয়ে বসত ঘর দখলের অভিযোগ
Published: 2nd, September 2025 GMT
বন্দরে ১ লাখ টাকা চাঁদা না পেয়ে বসত ঘর ভাংচুর ও লুটপাট চালিয়ে বসত ঘর দখলে নেওয়ার ঘটনায় নব্য স্বঘোষিত মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির আমীরসহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
করেছেন ভুক্তভোগী চা দোকানী খোকন মিয়া। গত রোববার (৩১ আগস্ট) রাতে ভূক্তভোগী চা দোকানী খোকন মিয়া বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার ( ১৫ আগস্ট) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চিড়ইপাড়া কলোনীতে এ সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটে।।
ভুক্তভোগী খোকন মিয়া জানান, রোটারিয়ান অনুদানে নির্মাণে ঘরটি ভাড়া নিয়ে রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) স্যানিটেশন সিস্টেম, এবং খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। সেবামূলক এ কার্যক্রম বন্ধ হয়ে গেলে ঘরটি বুঝিয়ে দেন বিলপ্ত সংগঠনের প্রধান স্থানীয় বাসিন্দা রুমা বেগমকে। তার পর থেকে বসত ঘরে ছেলে হাসান ও তার স্ত্রী বসবাস করে আসছে।
হঠাৎ করে ২/৩ মাস যাবত রকি বসত ঘরটি অফিস করার জন্য চাপ সৃষ্টি করে। বসত ঘরটি ভাড়া দিতে রাজি না হওয়ায় এক পর্যায়ে রকি ও তার তার দলবলকে নিয়ে সংগঠনের নামে ১ লাখ টাকা চাঁদা দাবি করে নানা ভাবে হুমকিদমকি দিয়ে আসছিল।
এর ধারাবাহিকতা গত ১৫ আগস্ট সকালে হঠাৎ রকির নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘরের তালা ভেঙ্গে বসত ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে বাহিরে ফেলে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দিয়ে দখলে নেয়।
এ ঘটনায় স্থানীয় ভাবে বিচার না পেয়ে নিরূপায় হয়ে বন্দর থানায় উল্লেখিত সন্ত্রাসী বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘরে তালা ঝুলিয়ে দখলে নেওয়া গত ১৬ দিন যাবত ছেলে ও ছেলের বউকে নিয়ে এক ঘরে মানবেতর জীবনযাপন করে আসছি।
রোটারি কমিউনিটি কর্পস (আরসিসি) মানবসেবা প্রকল্পের ( চিড়ইপাড়া) অঞ্চলের সভানেত্রী রুমা বেগম জানান, সংগঠনের কার্যক্রম বিলুপ্তের পর খোকন মিয়ার ঘরটি খোকন মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৫ আগস্টের পর এলাকার বির্তকিত লোকজন চিড়ইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটি নামে একটি সংগঠন তৈরি করে।
তারপর থেকে এলাকায় মব জাস্টিস সৃষ্টি করে চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ সহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। এর আগেও মসজিদের ইমামকে হত্যার গুজব ছড়িয়ে হাবিবুর রহমান নামে এক মানষিক প্রতিবন্ধীকে পুলিশের হেফাজতে থাকাবস্থায় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এ কমিটির বিরুদ্ধে।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। বিষয়টি ওসি স্যার অবগত করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী বলেন, চিড়ইপাড়া কলোনীতে বসতঘরের ভাংচুর লুটপাট ও দখলের ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আগস ট স গঠন
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।