চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। এই বন্দর দিয়ে গত ছয়দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আমদানিকারকরা জানান, নতুন করে সরকার পেঁয়াজ আমাদানির অনুমতি দিচ্ছে না। যে কারণে বন্ধ রয়েছে আমদানি কার্যক্রম।

বুধবার (৩ সেপ্টেম্বর) পেঁয়াজ আমদানি বন্ধের তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ। 

আরো পড়ুন:

হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্য

হিলি বন্দরে রপ্তানি আয় ১৮ কোটি টাকা

 

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। বর্তমানে এখানকার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭৮ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা আগে ছিল, ৬৫-৭০ টাকা কেজি বলে জানান ব্যবসায়ীরা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসের ১ তারিখ থেকে ১৩ আগস্ট পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এরপর ১৪ আগস্ট পেঁয়াজ আমাদনি শুরু হয়। একটানা ১৪ দিন পেঁয়াজ আমদানি কার্যক্রম চলার পর ফের তা বন্ধ হয়ে যায়। ফলে সোনামসজিদ স্থলবন্দরে কিছুটা হলেও কর্মচাঞ্চল্য কমেছে।

আমদানিকারকরা জানান, এবার একেকজন ব্যবসায়ীকে ৩০ থেকে ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। যা আমদানিকারকদের চাহিদার তুলনায় অনেক কম। ফলে দ্রুত সময়ের মধ্যে সরকারের অনুমতি দেওয়া পেঁয়াজ আমদানি হয়ে গেছে। নতুন করে সরকার অনুমতি না দেওয়ায় বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি।

পেঁয়াজ আমদানিকারক আজিজুল ইসলাম বলেন, “এবার ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছিল সরকার। ইতোমধ্যে আমদানি করা পেঁয়াজ বাজারে বিক্রি করে দিয়েছি। নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি পাইনি। আমার মতো অন্য আমদানিকারকদের একই দশা।”

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, “সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৭৮জন ব্যবসায়ীকে প্রায় ৫ হাজার ২২৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছিল সরকার। ১৪ থেকে ২৭ আগস্টের মধ্যে আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসেন। এরপর সরকার নতুন করে আর পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। যে কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবারো বন্ধ হয়ে গেছে।”

চাঁপাইনবাবগঞ্জে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। শিবগঞ্জ বাজারের পেঁয়াজ বিক্রেতা আলাউদ্দিন বলেন, “কয়েকদিন ধরে পেঁয়াজের দাম বাড়তি। বর্তমানে রকমভেদে প্রতি কেজি পেঁয়াজ ৭৮ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেছি। আগে এই পেঁয়াজের দাম ছিল ৬৫-৭০টাকা কেজি। ”

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউরার মোহা.

শহীদুল ইসলাম বলেন, “গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম বাড়তি। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমে যাবে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন প ইনব বগঞ জ স ন মসজ দ আমদ ন ক র বন ধ র সরক র

এছাড়াও পড়ুন:

বায়ার্নের টানা ১৪ ম্যাচ জয়ের অবিশ্বাস্য রেকর্ড

জার্মান ফুটবলের পরাশক্তি বায়ার্ন মিউনিখ আবারও ছুঁয়ে দেখল ইতিহাস। চলতি ডিএফবি পোকাল তথা জার্মান কাপের ২০২৫-২৬ আসরে আরেকটি দারুণ জয় তুলে নিয়ে তারা টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার গৌরব অর্জন করেছে। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ে নিজেদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করল তারা।

ভিনসেন্ট কোম্পানির অধীনে এই মৌসুমে বায়ার্ন যেন অন্য গ্রহের এক দল। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসনের মতো তারকাদের দলে টেনে শক্তি বাড়ায় জার্মান জায়ান্টরা। এরপর থেকেই তারা খেলছে দুরন্ত ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে জয়!

আরো পড়ুন:

রোহিতের সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’, ঢুকলেন এলিট ক্লাবে

রশিদ-জাম্পাকে ছাড়িয়ে বাংলাদেশের রিশাদ

এর আগে বায়ার্ন মিউনিখ ও এসি মিলান যৌথভাবে ১৩ ম্যাচ টানা জয়ের রেকর্ডের মালিক ছিল। তবে জার্মান কাপে বুধবার দিবাগত রাতে কোলনের বিপক্ষে ৪-১ গোলের জয়ে সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে গেছে বাভারিয়ানরা।

সে ম্যাচে লুইস দিয়াজ শুরুতেই গোল করে এগিয়ে দেন দলকে। এরপর হ্যারি কেন ৩৮ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান। আর ৭২ মিনিটে মাইকেল ওলিসে গোল করে বায়ার্নের উৎসবে যোগ দেন।

ম্যাচ শেষে বায়ার্নের ডিফেন্ডার জোনাথান তা বলেন, “আমরা সব সময় ক্ষুধার্ত, জয়ের ক্ষুধায়। কখনও সন্তুষ্ট থাকি না। আজকের জয় উপভোগ করছি। তবে কাল থেকেই পরের ম্যাচের প্রস্তুতি শুরু হবে।”

আগামী ১ নভেম্বর বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে ৫ নভেম্বর তাদের অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, প্যারিসে পিএসজির বিপক্ষে লড়াই। বর্তমানে দুই দলই চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। ফলে ম্যাচটি হয়ে উঠবে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের এক মহারণ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
  • বোনকে খুন করে লাশ বস্তায় ভরেন, পুলিশ জিজ্ঞেস করলে জানান বস্তায় গম
  • বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ১৪০৭ মেট্রিক টন আলু
  • বায়ার্নের টানা ১৪ ম্যাচ জয়ের অবিশ্বাস্য রেকর্ড