পেয়ারা পাতার রস হাঁটু ব্যথাসহ আরও যেসব ব্যথা কমাতে পারে
Published: 7th, September 2025 GMT
পেয়ারা ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টের অনেক বড় উৎস। এই ফলের অ্যান্টিঅক্সিডেন্ট জারণের ক্ষতিকারক প্রভাবকে ধীর করে দেয় বা বন্ধ করে। আর পেয়ারা পাতার রস পেট ব্যথার ঘনত্ব কমাতে পারে বা ব্যথা ধীর করে তুলতে পারে।’’
একটি গবেষণায় দেখা গেছে যে, ‘‘পেয়ারা পাতার রস পান করলে হাঁটুর ব্যথায় আক্রান্ত ব্যক্তির ব্যথা কমে যেতে পারে এবং হাঁটু শক্ত হয়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমে আসতে পারে।’’
ডায়রিয়া হলে ওরাল রিহাইড্রেশন থেরাপি হিসেবে অনেকে পেয়ারা পাতার রস পান করেন। তারা মনে করেন পেয়ারাপাতার রস পান করলে ডায়রিয়া দ্রুত সেরে যাবে। চিকিৎসকেরা বলেন, ‘‘পেয়ারাপাতার রস পেট ব্যথার ঘনত্ব কমাতে সহায়তা করে।’’
তারা আরও বলেন, ‘‘অনেকের পিরিয়ডের সময় খিঁচুনি (ডিসমেনোরিয়া)-এর মতো সমস্যা দেখা দেয়। প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে পেয়ারা পাতার রস পান করলে খিঁচুনি কমে আসতে পারে।’’
পেয়ারা পাতার নির্যাস দিয়ে মুখ ধুয়ে ফেললে জিঞ্জিভাইটিসে আক্রান্ত ব্যক্তিদের মাড়ির রোগ কমতে পারে।
তথ্যসূত্র: ওয়েবমিড
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।