বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে গলাকেটে হত্যা
Published: 7th, September 2025 GMT
বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনে ইকবাল হাসান (৩৫) নামে এক কর্মচারীকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের দত্তবাড়ী এলাকার ফিলিং স্টেশনের অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইকবাল সিরাজগঞ্জের সদরের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি বগুড়া শহরের কাটনারপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন এই যুবক।
আরো পড়ুন:
ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে হত্যা
বলাৎকারের পর ৮ বছরের শিশুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪
ফিলিং স্টেশনটির ম্যানেজার হাবিব জানান, গতকাল শনিবার রাতে তিনি কাজ শেষে বাসায় চলে যান। ইকবাল এবং রতনের নাইট ডিউটি ছিল। সকালে তিনি লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। রাতে ডিউটিতে থাকা রতনের খোঁজ পাচ্ছেন না। তার মোবাইল ফোন বন্ধ বলেও জানান তিনি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এছাড়া অর্থনৈতিক কোনো বিষয় আছে কিনা, সেটা আমরা খতিয়ে দেখছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
ঢাকা/এনাম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।