রেকর্ড হারের পর জরিমানাও গুনল দ. আফ্রিকা
Published: 8th, September 2025 GMT
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের একেবারেই ভুলে ভরা দিন কাটে। ৩৪২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে শুধু নয়, ম্যাচ শেষে জরিমানার মুখেও পড়তে হয়েছে তাদের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা দলকে শাস্তি দিয়েছে স্লো ওভার রেটের কারণে।
রবিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে পারেনি; মাত্র এক ওভারের জন্য পিছিয়ে পড়ায় আইসিসির আচরণবিধির ২.
আরো পড়ুন:
নওয়াজের হ্যাটট্রিসহ পাঁচ উইকেট শিকারে পাকিস্তান চ্যাম্পিয়ন
শেষ ম্যাচে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়
তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নামার আগে সিরিজ নিশ্চিত করেছিল তারা। প্রথম দুই ম্যাচেই ছিল দাপুটে জয়। কিন্তু শেষ ম্যাচে হঠাৎ করেই ভিন্ন চিত্র। জ্যাকব বেথেল আর জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ড তোলে ওয়ানডে ইতিহাসের সপ্তম ৪১৪ রান। এরপর জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে প্রোটিয়ারা গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।
এই ভরাডুবি আর জরিমানার মধ্যেও আশার খবর আছে। বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সম্প্রতি দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছে ওয়ানডেতে। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার পর ইংল্যান্ডের মাটিতেও সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। তাই ২০২৭ বিশ্বকাপে অন্যতম প্রতিযোগী হিসেবে প্রোটিয়াদের নাম লিখে রাখাই যায়।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট