চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২২০ জন গণছুটিতে
Published: 8th, September 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীরা ‘গণছুটি’ কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। তারা চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (৮ সেপ্টেম্বর) পবিস কর্মীর মধ্যে ২২০ জন গণছুটি কর্মসূচিতে ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। এ কর্মসূচি পালন করায় জনভোগান্তির সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ মোট ৬টি দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ৪৪৭ জন। তাদের ৪ দফা দাবি আদায়ে গণছুটি কর্মসূচি উপলক্ষে ৩০৯ জন ছুটির আবেদন দিয়েছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ৮৮ কর্মীর মধ্যে ৪২ জন ছুটির আবেদন জমা দিয়েছেন। মহারাজপুর সাব-জোনাল আফিসে ৭৯ কর্মীর মধ্যে ৫৯ জন, শিবগঞ্জ জোনাল অফিসে ৯৯ কর্মীর মধ্যে ৮১ জন, সাহাপাড়া সাব-জোনাল অফিসে ৪৩ কর্মীর মধ্যে ৩৫ জন, মহারাজপুর সাব-জোনাল আফিসে ৭৯ কর্মীর মধ্যে ৫৯ জন, ভোলাহাট জোনাল অফিসের ৫৩ কর্মীর মধ্যে ৩৮ জন এবং নাচোল জোনাল অফিসের ৮৫ কর্মী মধ্যে ৫৪ জনই ছুটির আবেদন জমা দিয়েছেন। এসব পবিস কর্মীরা ৭ দিন, ১০ দিন, ১৫ দিন এবং ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছুটির আবেদন জমা দিয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন অর্থাৎ রবিবার (৭ সেপ্টেম্বর) ৩০৯ জন পবিস কর্মী গণছুটি কর্মসূচি পালন করেছেন।
এ দিন রাতেই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের আল্টিমেটাম দেওয়া হয়। বলা হয়, গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান না করলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এরপর সোমবার (৮ সেপ্টেম্বর) গণছুটি কর্মসূচিতে থাকা ৪৪৭ জনের মধ্যে ৮৯ জন স্ব-স্ব কর্মস্থলে যোগদান করেছেন। অনুপস্থিত রয়েছেন এখনো ২২০ জন। ফলে চাঁপাইনবাবগঞ্জের ১৩টি উপকেন্দ্রের সকল কার্যক্রম ঢিমেতালে চলছে। যথাসময়ের মধ্যে ত্রুটিপূর্ণ লাইনগুলো মেরামত না হলে প্রায় ৩ লাখেরও বেশি গ্রাহক সেবা থেকে বঞ্চিত থাকবেন।
চাঁপাইনবাবগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো.
তিনি বলেন, ‘‘আশা করছি আগামী দিনগুলোয় তারা নিজ-নিজ কর্মস্থলে যোগ দেবেন।’’
চার দফা দাবি
১. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস) একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পুনর্বহাল, সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃতদের স্বপদে ফেরত আনা এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়নে বিদ্যুৎ বিভাগের কমিটির প্রতিবেদন বাস্তবায়ন।
২. ১৭ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি যেসব কর্মকর্তা-কর্মচারী হয়রানিমূলকভাবে চাকরিচ্যুত, বরখাস্ত বা সংযুক্ত হয়েছেন তাঁদের বরখাস্তাদেশ বাতিল করে আগের কর্মস্থলে পদায়ন।
৩. জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সময় যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের কর্মস্থলে ফেরত আনা।
৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
ঢাকা/শিয়াম/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ৭ স প ট ম বর জ ন ল অফ স কর মকর ত রব ব র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।