ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই বিভিন্ন হলে নারী ভোটারদের অংশগ্রহণ রয়েছে চোখে পড়ার মতো।

রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোটগ্রহণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে টিএসসিতে। সকাল থেকেই টিএসসির প্রবেশপথ থেকে ডাস চত্বর হয়ে মূল সড়ক পর্যন্ত লম্বা লাইন তৈরি হয় নারী ভোটারদের। এরপরও দলে দলে শিক্ষার্থীরা হল থেকে এসে উৎসবের আবহে ভোট দিচ্ছেন। 

রোকেয়া হলের শিক্ষার্থী মুক্তা বলেন, “প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। তাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছি।”

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাস ঘিরে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে নিয়মিত। গতকাল রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে সব গেট বন্ধ রেখে কেবল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং জরুরি পরিষেবার গাড়িকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

তবে তিন স্তরের নিরাপত্তার অংশ হিসেবে সেনাবাহিনী মোতায়েনের কথা থাকলেও কোথাও তাদের উপস্থিতি দেখা যায়নি।

ঢাকা/সৌরভ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হল র শ ক ষ র থ ট এসস

এছাড়াও পড়ুন:

চরাঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি

কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা ও নির্বাচনের প্রচার–প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচনে পেশিশক্তির ব্যবহার বন্ধ করে ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দ্রুত গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামে ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ দাবিগুলো উঠে আসে। বক্তারা আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে সংসদীয় আসনে নারী আসন বৃদ্ধি, যুব প্রতিনিধিত্ব বাড়ানো, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষার সুপারিশ করেন।

কুড়িগ্রাম জেলা সদরের উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেলা ১১টা থেকে জেলা পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একশনএইডের নেতৃত্বে সুশীল প্রকল্পের অধীনে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)’ এ বৈঠকের আয়োজন করে। এ আয়োজনের প্রচার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।

বিএনপির ৩১ দফায় নারীর ক্ষমতায়ন ও নারীর মর্যাদার কথা বলা আছে উল্লেখ করে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বৈঠকে বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের দল নারীদের জন্য সংরক্ষিত আসনের পাশাপাশি দলীয় মনোনয়নে নারীদের জন্য সুযোগ রাখবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও যুবসমাজের প্রতিনিধি আরও বাড়ানো হবে।’

‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে

সম্পর্কিত নিবন্ধ

  • অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
  • ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
  • চরাঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি
  • বৃষ্টি উপেক্ষা করে প্রচার শুরু, প্রার্থীদের ছোটাছুটিতে উৎসবমুখর ক্যাম্পাস