ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে এবং কংক্রিট দিয়ে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে আসে কিশোররা।

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া আন্দোলন এখনো চলমান। এই পরিস্থিতির মধ্যেই একটি দৃশ্য সবার দৃষ্টি কেড়েছে।

আরো পড়ুন:

সড়ক অবরোধ: ফরিদপুরের সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

যখন আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত পরিবেশ, তখনই মহাসড়কের অন্যপ্রান্তে ফুটবল খেলে মেতে ছিলেন সেখানে আসা কিশোররা। 

ফুটবল খেলায় অংশ নেওয়া হামিরদী ইউনিয়নের কিশোর আশিক খান (১৫) বলেন, ‍“সকাল থেকে রাস্তা বন্ধ। আমরা তো আর মিছিলে যাইনি। তাই ভাবলাম, এই সুযোগে ফাঁকা রাস্তায় ফুটবল খেলে নেই। এমন ফাঁকা রাস্তা তো আর কখনো পাব না।”

শামীম ফকির (১৬) বলেন, “আমাদের এলাকার বড়রা আন্দোলন করছেন, আমরাও এসেছি। সারা দিন তো আর বসে থাকা যায় না। তাই বন্ধুরা মিলে খেলার জন্য নেমে পড়লাম। এই মাঠ (সড়ক) তো আর সহজে পাব না।"
 

ঢাকা/তামিম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ফ টবল অবর ধ ফ টবল খ ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ