গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি: জবি উপাচার্য
Published: 9th, September 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, “গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি। পাশাপাশি আমাদের গবেষণার বিষয়বস্তুতে বৈচিত্র্য, প্রাসঙ্গিকতা ও প্রয়োগযোগ্যতা নিশ্চিত করতে হবে।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প প্রস্তাবনা রিভিউ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান রিভিউয়ার হিসেবে তিনি এ মন্তব্য করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন ও বৃত্তি দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের পদযাত্রা
উপাচার্য বলেন, “গবেষণার গুণগত মান বজায় রাখতে রিভিউয়ারদের নিরপেক্ষ মতামত অপরিহার্য। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা সহকারী হিসেবে অন্তর্ভুক্ত করলে তারা দক্ষতা অর্জন, কিছু আর্থিক সুবিধা এবং নতুন অভিজ্ঞতা লাভ করবে। একইসঙ্গে তাদের নতুন দৃষ্টিভঙ্গি গবেষণাকে আরো আকর্ষণীয় ও মানসম্মত করে তুলবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
অনুষদভিত্তিক রিভিউ কমিটির আহ্বায়ক হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন অনুষদের ডিন জনাব খ্রীষ্টিন রিচার্ডসন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভিউ কমিটির সদস্য সচিব ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এ কার্যক্রমে রিভিউয়ার হিসেবে অংশ নিচ্ছেন। চার দিনব্যাপী এ রিভিউ কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।