ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে। এর ফলে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ ও সুয়াদি এলাকায় প্রায় দুই শতাধিক বিক্ষোভকারী সড়ক অবরোধ করে রাখেন। একই সময়ে, ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, হামিরদী এবং নওয়াপাড়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ভাঙ্গা গোলচত্বরেও বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় শত শত যানবাহন আটকা পড়েছে।

আন্দোলনকারী মঞ্জুর হোসেন বলেন, “নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে যে গেজেট প্রকাশ করেছে, তা আমরা কোনোভাবেই মানব না। আমাদের মূল দাবি, ভাঙ্গা যেন ভাঙ্গাতেই থাকে।”

ওই এলাকার নারীরা সড়কে ঝাড়ু মিছিল করেন।

অপর আন্দোলনকারী আক্তার হোসেন বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে জীবন দেব কিন্তু অবরোধ তুলব না।”

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, “ভোর থেকেই দুটি মহাসড়কে বিপুল সংখ্যক মানুষ সড়ক অবরোধ করে রেখেছেন। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা সড়ক ছাড়বেন না।”

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়রা একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং হাইকোর্টে রিট দাখিল করে প্রতিবাদ জানিয়ে আসছেন।

ঢাকা/তামিম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক অবর ধ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ