Risingbd:
2025-09-18@01:26:04 GMT

হরতালে স্থবির বাগেরহাট

Published: 11th, September 2025 GMT

হরতালে স্থবির বাগেরহাট

চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতালে স্থবির হয়ে পড়েছে বাগেরহাটের জনজীবন। হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরেও জেলার বিভিন্ন সড়কে বেঞ্চ পেতে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখতে দেখা গেছে আন্দোলনকারীদের। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে, হরতালের প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাতেও। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

বাগেরহাটে সংসদীয় আসন বহালের দাবিতে দুই দিনের হরতাল শুরু

বাগেরহাটে বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক

সর্বদলীয় কমিটির দাবি, জেলার সবকটি উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনে অবস্থান নিয়েছেন তারা। 

 

মোংলা বন্দর শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, “টানা হরতালের কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

তিনি বলেন, “বিদেশি পণ্য পরিবহনকারী জাহাজ কর্তৃপক্ষের ওপর হরতালের প্রভাব পড়বে। তাই সরকারকে দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান করতে হবে। না হলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।”

হরতালের কারণে বাগেরহাট থেকে কোনো বাস চলাচল করছে না 

স্থানীয়রা জানান, হরতালের কারণে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে কোনো গণপরিবহন চলাচল করছে না। এতে যাত্রী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির সমর্থনে গাছের গুঁড়ি ফেলে রাতভর সড়ক অবরোধ করে রাখেন হরতালকারীরা। দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম.

এ সালাম বলেন, “বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার হরণ করেছে নির্বাচন কমিশন। হঠাৎ আসন কমিয়ে জনগণকে বঞ্চিত করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

ঢাকা/শহিদুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হরত ল সড়ক পর বহন ব গ রহ ট হরত ল র ব যবস

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ