Risingbd:
2025-11-02@20:23:56 GMT

হরতালে স্থবির বাগেরহাট

Published: 11th, September 2025 GMT

হরতালে স্থবির বাগেরহাট

চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতালে স্থবির হয়ে পড়েছে বাগেরহাটের জনজীবন। হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরেও জেলার বিভিন্ন সড়কে বেঞ্চ পেতে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখতে দেখা গেছে আন্দোলনকারীদের। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে, হরতালের প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাতেও। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

বাগেরহাটে সংসদীয় আসন বহালের দাবিতে দুই দিনের হরতাল শুরু

বাগেরহাটে বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক

সর্বদলীয় কমিটির দাবি, জেলার সবকটি উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনে অবস্থান নিয়েছেন তারা। 

 

মোংলা বন্দর শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, “টানা হরতালের কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

তিনি বলেন, “বিদেশি পণ্য পরিবহনকারী জাহাজ কর্তৃপক্ষের ওপর হরতালের প্রভাব পড়বে। তাই সরকারকে দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান করতে হবে। না হলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।”

হরতালের কারণে বাগেরহাট থেকে কোনো বাস চলাচল করছে না 

স্থানীয়রা জানান, হরতালের কারণে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে কোনো গণপরিবহন চলাচল করছে না। এতে যাত্রী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির সমর্থনে গাছের গুঁড়ি ফেলে রাতভর সড়ক অবরোধ করে রাখেন হরতালকারীরা। দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম.

এ সালাম বলেন, “বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার হরণ করেছে নির্বাচন কমিশন। হঠাৎ আসন কমিয়ে জনগণকে বঞ্চিত করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

ঢাকা/শহিদুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হরত ল সড়ক পর বহন ব গ রহ ট হরত ল র ব যবস

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ