আমদানি করা প্লাস্টিক স্ক্র্যাপ ছাড়করণে ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম কাস্টমসের  শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের বিশেষ দল আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে।

দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের উপপরিচালক আক্তারুল ইসলাম ঘুষের টাকাসহ কর্মকর্তা গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

ডিএসসি‌সির দুই কর্মকর্তাসহ ৬ জন‌কে আসা‌মি ক‌রে মামলা

নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান

দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে আমদানি করা প্লাস্টিক স্ক্র্যাপ ছাড়করণের জন্য চট্টগ্রাম কাস্টমসে কাগজপত্র দাখিল করেন। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও ছারওয়ার উদ্দিন নির্ধারিত শুল্কের অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেন তারা।

এ ঘটনায় ব্যবসায়ী আমির হোসেন দুদক চট্টগ্রাম কার্যালয়ে অবহিত করলে কমিশনের অনুমোদনক্রমে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণের সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ৩০ হাজার ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে আলামতের জব্দ তালিকা তৈরি, সাক্ষীদের বক্তব্য গ্রহণসহ আইনানুগ কার্যক্রম শেষ করে গ্রেপ্তারদের থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক। 

ঢাকা/রেজাউল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ