স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক্যাল ফিল্ম ও ডকুফিল্ম প্রদর্শনের নতুন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল ‘হোম থিয়েটার’। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশীয় এই ওটিটি প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন উদ্বোধনী প্রদর্শনীতে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নারী তুমি আওয়াজ তোলো’।
নারীর প্রতি অসামাজিক আচরণ, অবিচার ও বৈষম্যের বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে। নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, নারীর কণ্ঠস্বরকে শক্তিশালী করে তোলা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।
এতে অভিনয় করেছেন সমু চৌধুরী, সাদিয়া আফরিন মাহি, প্রহেলিকা খান, আফরোজা শশী ও রাখি চৌধুরী প্রমুখ।
হোম থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, “সামাজিক অঙ্গীকারকে মূল ভিত্তি ধরে আমরা এমন গল্প বলতে চাই, যা সচেতনতা তৈরি করবে এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। তারই অংশ হিসেবে ‘নারী তুমি আওয়াজ তোলো’ প্রকাশ্যে আনা হলো।”
চেয়ারম্যান তৌহিদ শুভ জানান, “হোম থিয়েটার কেবল একটি প্ল্যাটফর্ম নয়—এটি একটি আন্দোলন। এখানে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা ছড়ানোই মূল লক্ষ্য। আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট প্রকাশ হবে, পরবর্তীতে অ্যাপেও পাওয়া যাবে। বর্তমানে অ্যাপ নির্মাণাধীন।”
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাট্যকর্মী আজাদ আবুল কালাম, পরিচালক চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, অভিনেত্রী প্রসুন আজাদসহ অনেকে।
ঢাকা/রাহাত/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ১৫০০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ১৫০০ পিছ ইয়াবাসহ মো. সৈয়দুল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সৈয়দুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানার মাথাভাঙ্গা বড়ডেইল এলাকার কালা মিয়ার ছেলে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন । এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালায়।
অভিযানে চট্টগ্রাম থেকে আসা জে বি পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-১৬৮৩) থেকে ১৫০০ শত পিছ ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।