Risingbd:
2025-10-21@12:52:21 GMT

‘বিদায়’ দিয়ে ফিরছেন বাপ্পারাজ

Published: 21st, October 2025 GMT

‘বিদায়’ দিয়ে ফিরছেন বাপ্পারাজ

ঢাকাই সিনেমার নন্দিত নায়ক বাপ্পারাজ, যার ঠোঁটে বিরহের গান একসময় দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটেছিল। দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকা এই তারকা এবার সিনেমায় ফিরছেন। ‘বিদায়’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা মেহেদি হাসান। 

গত ১৭ অক্টোবর থেকে সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। তাছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ একঝাঁক তারকা শিল্পী। 

আরো পড়ুন:

সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা-ডনসহ ১১ জন আসামি

অভিনেতা আসরানির মৃত্যুর খবর কেন গোপন রাখল পরিবার?

প্রযোজক শাহরিন আক্তার বলেন, “বরবাদ’-এর পর আমরা সিয়ামকে নিয়ে আরেকটি সিনেমার পরিকল্পনা করেছিলাম। তবে সেটি আপাতত স্থগিত করে এখন ‘বিদায়’-এর কাজে মনোযোগ দিচ্ছি। এতে বাপ্পারাজ ও দীঘি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন।” 

শোনা যাচ্ছে, দীঘির বিপরীতে এই সিনেমায় সিয়াম আহমেদও থাকতে পারেন, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

কিছুদিন আগে বাপ্পারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখান থেকে জানা যায়, সিনেমার নাম ‘বিদায়’। এতে অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো চলচ্চিত্রকে বিদায় জানাতে যাচ্ছেন বাপ্পারাজ। যদিও এ নিয়ে মুখ খোলেননি এই নায়ক। 

গল্প সম্পর্কে জানতে চাইলে বাপ্পারাজ বলেন, “প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপাতত কথা বলা নিষেধ আছে। শুটিং শেষ হলে মাসের শেষে বিস্তারিত জানাব।” 

জানা গেছে, ‘বিদায়’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশযাত্রা, পারিবারিক সম্পর্ক এবং বিচ্ছেদের আবেগঘন প্রেক্ষাপটে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢুকেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন সদস্যের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ অক্টােবর) সন্ধ্যায় প্রতিনিধি দলটি যমুনায় পৌঁছায়।

আরো পড়ুন:

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে কখনো হয়রানি করবেন না

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: ফখরুল

প্রতিনিধি দলের অন্য দুই হলেন-দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ