বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি সাগর গ্রেপ্তার
Published: 4th, November 2025 GMT
বন্দরে ফেরি করে ইয়াবা বিক্রি করার সময় ১৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাগর (১৯) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত ইয়াবা বিক্রেতা সাগর বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকার সুরুজ মিয়ার ছেলে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক আবু সাইম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি সময় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী সাগর র্দীঘ দিন ধরে দেওয়ানবাগসহ এর আশেপাশে এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
অভিযানকালে ডাকাতের কোপে আহত পুলিশের এসআই
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযানে গিয়ে ডাকাতের কোপে আহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমার পাড়ায় এ হামলা হয়। ডাকাতদলের সদস্যরা নুর ইসলাম নামের ওই এসআইর হাতে ও পায়ে কোপ দিয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
পুলিশ জানিয়েছে, আমনুরা বাইপাস সড়কের জুমার পাড়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি করা হবে, এমন আশঙ্কায় স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেন। এ খবর পেয়ে আমনুরা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নুর ইসলাম এবং ওই এলাকায় পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে রওনা দেন। নুর ইসলাম প্রথমেই ঘটনাস্থলেই পৌঁছে যাওয়ায় একা পেয়ে তার ওপর হামলা চালায় ডাকাতদলের সদস্যরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেছেন, অভিযানে গিয়ে ডাকাতের দায়ের কোপে নুর ইসলাম নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি আমনুরা পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। ওই পুলিশ সদস্যকে একা পেয়ে তাৎক্ষণিকভাবে ডাকাতদলের সদস্যরা হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপ দেয়। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, তিনি আশঙ্কামুক্ত।
ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ওয়াসিম ফিরোজ।
ঢাকা/শিয়াম/রফিক