ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ফুলটাইম ও চুক্তিভিত্তিক চারটি পদে লোক নেবে। এর মধ্যে রয়েছে চিকিৎসক, তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ-সংক্রান্ত পদ। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিতে রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন ন্যূনতম ৪০ বছর বয়সী প্রার্থীরা। এ জন্য এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া এফসিপিএসধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিতে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

হেড অব হিউম্যান রিসোর্সেস পদে নিয়োগ দেওয়া হবে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী প্রার্থীদের। মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এইচআরএম-সংক্রান্ত সার্টিফিকেটধারী ও হাসপাতাল ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীরা বাড়তি যোগ্য বলে গণ্য হবেন। ১০ বছরের বেশি অভিজ্ঞতার পাশাপাশি সিনিয়র এইচআর নেতৃত্বে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনএ সপ্তাহে (১২ থেকে ১৮ সেপ্টেম্বর) সেরা সরকারি চাকরি, পদ ৪ হাজার১৯ সেপ্টেম্বর ২০২৫

সফটওয়্যার ইঞ্জিনিয়ার/প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা। কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। মাইক্রোসফট ডট নেট কোর, অ্যাসপ ডট নেট এমভিসি, সি শার্প, রিঅ্যাক্ট, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, এসকিউএলসহ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির দক্ষতা থাকতে হবে। হাসপাতাল ইনফরমেশন সিস্টেমে অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।

আইটি অফিসার পদে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ জন্য কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনফরমেশন সিস্টেম-সংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটি প্রশাসন, নেটওয়ার্কিং ও সিস্টেম সাপোর্টে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নেটওয়ার্ক, হার্ডওয়্যার ট্রাবলশুটিং, সিসিটিভি ও সিকিউরিটি সিস্টেমে অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য খাতের আইটি সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব শিক্ষাগত সনদের অনুলিপি জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ১৪ তলায়, প্রতিদিন সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত (কর্মদিবসে)। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৫। যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ফোনে জানানো হবে।

একনজরে চাকরি

প্রতিষ্ঠান: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

পদসংখ্যা: ৪টি

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৫

আবেদনের ঠিকানা: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ১৪ তলা, প্লট-৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫

পদের নাম:

১.

রেজিস্ট্রার, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি

২. হেড অব হিউম্যান রিসোর্সেস

৩. সফটওয়্যার ইঞ্জিনিয়ার/প্রোগ্রামার

৪. আইটি অফিসার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প ট ম বর বছর বয়স প রব ন

এছাড়াও পড়ুন:

চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা, আছেন হিন্দুধর্মাবলম্বী প্রার্থীও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ক্যাম্পাসের জারুলতলায় প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম।

এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। সহসাধারণ সম্পাদক (এজিস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহজালাল হলের সভাপতি ও ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। কার্যনির্বাহী সদস্যপদে লড়বেন সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের আকাশ দাশ।

কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলক। এখানে ভিন্নধর্মী যেমন আছেন, ঠিক তেমনি নারী শিক্ষার্থীরাও জায়গা পেয়েছেন।’

প্যানেল ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘ছাত্রদল আমাদের সহযোদ্ধা ছিল। কিন্তু এখন তারা অহেতুক অভিযোগ করছে।’

প্যানেলে আরও যাঁরা

খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদকে মোহাম্মদ শাওন, সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সাম্পাদক শাহপরাণ মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকে হারেজুল ইসলাম, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকে জিহাদ হোসেইন, দপ্তর সম্পাদকে আবদুল্লাহ আল নোমান, সহদপ্তর সম্পাদকে জান্নাতুল আদন, ছাত্রীকল্যাণ সম্পাদকে নাহিমা আক্তার, সহ–ছাত্রীকল্যাণ সম্পাদকে জান্নাতুল ফেরদাউস, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংম্পাদকে মাহবুবুর রহমান, গবেষণা ও উন্নয়ন সম্পাদকে তানভীর আঞ্জুম, সমাজসেবা ও পরিবেশ সম্পাদকে তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদকে আফনান হাসান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদকে মেহেদি হাসান, যোগাযোগ ও আবাসন সম্পাদকে ইসহাক ভূঁইয়া, সহযোগাযোগ ও আবাসন সম্পাদকে ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদকে তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকে মাসুম বিল্লাহ। এ ছাড়া আছেন নির্বাহী সদস্যপদে জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি ও সোহানুর রহমান, আদনান শরিফ।

আরও পড়ুনচাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে লড়বেন দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা, আছেন হিন্দুধর্মাবলম্বী প্রার্থীও