নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাত্তরের চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৪ এর বিরোধী আন্দোলনে বিশ্বাস করে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গঠনে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা সেই ঘোষণার ২ দফায় রয়েছে রেইন-বো নেশন। 

অর্থাৎ সকল জাতির, সকল ধর্ম, সকল বর্ণ পাহাড়ি সমতল এবং সকল মত পথের মানুষ মিলে একটি অসম্প্রদায় বৈষম্যহীন বাংলাদেশ। যে বাংলাদেশে ১৮ কোটি মানুষই বাংলাদেশী হিসেবে পরিচিত হবে। এখানে সব ধর্মের সমান অধিকার থাকবে, সব মানুষের সমান অধিকার থাকবে। 

যে ধর্মে বিশ্বাস করে সেও যে অধিকার রাখবে,  যে ধর্মে বিশ্বাস করে না সেও এক-ই অধিকার রেখে এদেশের নাগরিক হিসেবে বসবাস করবে। এরকম একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে চাই। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ৮টি পুজা মন্ডপে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সিদ্ধিগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি খোকন ভ্রমন, গোদনাইল হাজারীবাগ দুর্গা মন্দিরের সভাপতি পবিত্র চন্দ্র বর্মন, ২নং ঢাকেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক মাদব চন্দ্র দাসসহ ৮টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ব শ ব স কর

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  
  • ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৮০০ কিট দিলেন মামুন মাহমুদ
  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন