বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র্যালি ও আলোচনা সভা
Published: 29th, September 2025 GMT
’প্রতিটি হৃদয়ের স্পন্দনের যত্ন নিন’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষ্যে রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় র্যালীটি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে বেশকয়েকটি সড়কটি প্রদক্ষিন করে।
এসময় বক্তব্য রাখেন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ব্রি.
এসময় বক্তারা বলেন, বর্তমানে অল্প বয়সে মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। একটু সচেতন হলেই হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। পরিমিত পরিমাণ খাদ্যাভাস ও নিয়মিত ব্যায়ামসহ চিকিৎসকের পরামর্শ মতো চললে এ রোগ থেকে সকলে মুক্তি পাবে।
আমাদের শরীরের কোলেস্টরেল, ডায়েবেটিস, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার কত আছে সবসময় পরীক্ষা নিরীক্ষা করতে হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ইউএস ব হ দর গ
এছাড়াও পড়ুন:
ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক যশোর শহরের বকচর এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রাকটি কেটে আলাদা করার অভিযোগে গ্যারেজ মালিক মাসুদ আলমকে (৫৩) গ্রেপ্তার করা হয়।
শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে ‘শাহজাদা মটরস’ নামে গ্যারেজ থেকে ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা।
আরো পড়ুন:
তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক
চুয়াডাঙ্গায় ২ দিনে ‘মদ পানে’ ৬ জনের মৃত্যু
গ্রেপ্তার মাসুদ আলম যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া আমতলা এলাকার মো. নুরুল হুদার ছেলে।
যশোর ডিবি সূত্র জানায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ট্রাক চুরির মামলার তদন্তের সূত্র ধরে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) যশোরের ডিবি পুলিশের সহায়তা চায়। এরই ভিত্তিতে যশোর জেলা ডিবির এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি দল শহরের বকচর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায়। এসময় ওই গ্যারেজ থেকে চোরাই ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয়। পরে গ্যারেজের মালিক মাসুদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাসুদ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি শহরের মুড়লী মোড়ে আমিনের গ্যারেজে রাখা আছে। পরে তার দেওয়া তথ্যে মুড়লী মোড়ের ওই গ্যারেজ থেকে কেবিনটিও উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উদ্ধারকৃত ট্রাকের যন্ত্রাংশ এবং গ্রেপ্তার আসামিকে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/রিটন/মাসুদ