ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে যান্ত্রিক ত্রুটি
Published: 5th, October 2025 GMT
ভারতের আমৃতসর থেকে বার্মিংহামের পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ বিমানে আবারো হঠাৎ করে ত্রুটি দেখা দেয়। ঘটনাটি গত ৪ অক্টোবর ফ্লাইটটির চূড়ান্ত অবতরণ পর্যায়ে থাকাকালে ঘটে। তবে বিমানের সব সিস্টেম স্বাভাবিক থাকায় বিমানটি নিরাপদে বার্মিংহামে অবতরণ করে।
রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আরো পড়ুন:
পশ্চিমবঙ্গের কারাগারে ৮৯ শতাংশ বাংলাদেশি, ভারতের এনসিআরবির তথ্য
শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া প্রত্যাশিত আচরণ পাবে না ভারত: সারজিস
প্রতিবেদনে বলা হয়, বিমানটির জরুরি শক্তি উৎপাদনকারী যন্ত্র ‘র্যাম এয়ার টারবাইন’ (র্যাট) হঠাৎ করেই সক্রিয় হয়ে গিয়েছিল।
সাধারণত যখন বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয় অথবা সম্পূর্ণ বৈদ্যুতিক বা হাইড্রোলিক ব্যবস্থা ব্যর্থ হয় তখনই র্যাট সক্রিয় হয়। এটি বাতাসের গতিকে ব্যবহার করে জরুরি বিদ্যুৎ উৎপাদন করে।
ঘটনার পর এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বার্মিংহাম-দিল্লি ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানটি পরীক্ষার জন্য মাটিতে নামানো হয়েছে।
যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বিমানে কতজন যাত্রী ছিলেন, সে তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ বিমান বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ইঞ্জিন, হাইড্রোলিক বা বৈদ্যুতিক ত্রুটি কিংবা সফটওয়্যার বিভ্রাটের কথা বলা হয়েছিল।
এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণও প্রশ্নের আওতায় চলে আসে। এয়ার ইন্ডিয়া নিয়ে বিতর্ক অব্যাহত থেকেছে দুর্ঘটনার বহু পরেও। প্রায় দুই মাস আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা বন্ধ রাখা হয়। ১ আগস্ট থেকে আংশিকভাবে সেগুলো চালু করা হয়। এরপর ১ অক্টোবর থেকে পুরো মাত্রায় আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। আর এরপরপরই ফের বিতর্কে জড়াল সেই বোয়িং ৭৮৭।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ইন ড য ঘটন র
এছাড়াও পড়ুন:
এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হতে অনুরোধ
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ-উড্ডয়ন করবে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়েছে।
আজ বুধবার বেলা ১টা ১৯ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আরও পড়ুনএভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন, নেতা-কর্মীদের ভিড়২ ঘণ্টা আগেএভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সরকার তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছের দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে।
আরও পড়ুনখালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার সিদ্ধান্ত, পাবেন এসএসএফের নিরাপত্তা ০২ ডিসেম্বর ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুনখালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ উপদেষ্টা পরিষদের০২ ডিসেম্বর ২০২৫