মুন্না–সার্কিট থেকে ফুংসুক ওয়াংড়ু—কীভাবে হয় হিরানির ম্যাজিক
Published: 20th, November 2025 GMT
বলিউডে এমন পরিচালক খুব কমই আছেন, যাঁর প্রতিটি ছবি দর্শকের মনে আলাদা আলো জ্বালায়, আবার একই সঙ্গে ভেঙে দেয় প্রচলিত কাঠামো, ভেঙে দেয় দর্শকের ভাবনার সীমারেখা। সেই অনন্য নাম—রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’—মাত্র চারটি চলচ্চিত্রেই তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী গল্পকার। আজ ২০ নভেম্বর, তাঁর জন্মদিন।
মহারাষ্ট্রের নাগপুরে ১৯৬২ সালের এই দিনে এক সিন্ধি পরিবারে জন্মেছিলেন হিরানি। বাবা সুরেশ হিরানি চেয়েছিলেন ছেলে হোক ইঞ্জিনিয়ার; কিন্তু রাজুর মন পড়ে ছিল সিনেমার দিকে। তাঁর ইচ্ছা ছিল অভিনয় শেখার। শেষ পর্যন্ত পুনের এফটিআইআইয়ে ভর্তি হলেও অভিনয়ে সুযোগ হয়নি—অগত্যা সম্পাদনায় পড়লেন। পরে এ দক্ষতাই হয়ে ওঠে তাঁর ক্যারিয়ারের প্রথম হাতিয়ার।
রাজকুমার হিরানি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের মৃত্যু
ছবি: সংগৃহীত