উত্তরের সীমান্ত জেলা নওগাঁ হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়। এখন শরৎকাল চললেও এ কুয়াশা যেন প্রকৃতিতে শীতের আগাম আগমনী বার্তা দিচ্ছে।

বুধবার (৮ অক্টোবর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল নওগাঁর গ্রামীণ মাঠঘাট। মাঠে কৃষকের ফসলে জমছে শিশির, ধানের ডগা ভিজছে শিশিরবিন্দুতে।

নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামের কৃষক কামাল উদ্দীন বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে, এবার অনেক আগেভাগেই শীত নামবে। গত মঙ্গলবার থেকে সন্ধ্যার পর হালকা কুয়াশা দেখা যাচ্ছিল। আজ সকালে পুরো চারপাশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। সকাল ৭টার পর সূর্যের দেখা পাওয়া যায়।”

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, “বদলগাছী আঞ্চলিক কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।”

গবেষক ও পরিবেশবিদ অধ্যাপক-ড.

মোহাম্মদ শামসুল আলম বলেন, “মৌসুমী বায়ুর গতি-প্রকৃতির প্রভাব অনেকটা নিষ্ক্রিয়তার কারণে উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস প্রবাহিত হচ্ছে। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সঙ্গে এটি শীতের আগমনী বার্তাও দিচ্ছে। বলা যায়, এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।’’

ঢাকা/সাজু/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হঠাৎ কুয়াশায় ঢেকে গেলো নওগাঁর গ্রামীণ পথঘাট

উত্তরের সীমান্ত জেলা নওগাঁ হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়। এখন শরৎকাল চললেও এ কুয়াশা যেন প্রকৃতিতে শীতের আগাম আগমনী বার্তা দিচ্ছে।

বুধবার (৮ অক্টোবর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল নওগাঁর গ্রামীণ মাঠঘাট। মাঠে কৃষকের ফসলে জমছে শিশির, ধানের ডগা ভিজছে শিশিরবিন্দুতে।

নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর গ্রামের কৃষক কামাল উদ্দীন বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে, এবার অনেক আগেভাগেই শীত নামবে। গত মঙ্গলবার থেকে সন্ধ্যার পর হালকা কুয়াশা দেখা যাচ্ছিল। আজ সকালে পুরো চারপাশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। সকাল ৭টার পর সূর্যের দেখা পাওয়া যায়।”

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, “বদলগাছী আঞ্চলিক কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ুর প্রভাব কমে আসায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।”

গবেষক ও পরিবেশবিদ অধ্যাপক-ড. মোহাম্মদ শামসুল আলম বলেন, “মৌসুমী বায়ুর গতি-প্রকৃতির প্রভাব অনেকটা নিষ্ক্রিয়তার কারণে উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস প্রবাহিত হচ্ছে। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সঙ্গে এটি শীতের আগমনী বার্তাও দিচ্ছে। বলা যায়, এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।’’

ঢাকা/সাজু/এস

সম্পর্কিত নিবন্ধ