২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১ মার্চ (২০২৬) থেকে শুরু হবে পরীক্ষার ফরম পূরণ। আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনকর্নেল বিশ্ববিদ্যালয়ে অনলাইন কোর্স, জেনে নিন সব তথ্য৬ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুনএইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে১ ঘণ্টা আগেআরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ২৪ নভেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন না রোনালদো, খেলতে পারবেন পর্তুগালের প্রথম ম্যাচ থেকেই

অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর সমর্থকেরা। বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষ দল আয়ারল্যান্ডের খেলোয়াড়কে কনুই মেরে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ছিলেন রোনালদো। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের প্রথম দুই ম্যাচে খেলা হতো না রোনালদোর। কিন্তু গতকাল ফিফা জানিয়েছে তেমনটি হচ্ছে না।

ফুটবলের নিয়ন্ত্রক ফিফা একটি শৃঙ্খলাবিষয়ক রায় প্রকাশ করে, যেখানে আয়ারল্যান্ড ম্যাচে রোনালদোর কনুই মারাকে ‘সহিংস আচরণ’ বা ‘গুরুতর ফাউল’ হিসেবে বিবেচনা করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু এই তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য পর্যবেক্ষণমূলকভাবে স্থগিত রাখা হয়।

লাল কার্ড দেখায় রোনালদোকে বাধ্যতামূলকভাবে যে এক ম্যাচ মাঠের বাইরে থাকার শাস্তি পেতে হতো, সেটি এরই মধ্যে কাটিয়েছেন। গত সপ্তাহে আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বে পর্তুগালের শেষ ম্যাচে খেলেননি রোনালদো। সে ম্যাচে ৯–১ গোলে জিতে সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করে পর্তুগাল।

আর্মেনিয়ার মুখোমুখি হওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে আইরিশ ডিফেন্ডার ও’শেয়ারকে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো। রেফারি গ্লেন নাইবার্গ এ ঘটনায় তাঁকে হলুদ কার্ড দেখান। তবে ভিএআরে ঘটনাটি পর্যবেক্ষণের পর রেফারি সিদ্ধান্ত পাল্টান, দেখান লাল কার্ড। রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের অর্থ হচ্ছে, রেফারির কাছে ঘটনাটি গুরুতর মনে হয়েছে। পর্তুগালের জার্সিতে এটি ছিল রোনালদোর প্রথম লাল কার্ড।

এ ঘটনার পর নিয়ম অনুযায়ী রোনালদোর অন্তত দুই ম্যাচ, এমনকি তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হওয়ার শঙ্কা ছিল। ফলে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার পথটা তিনি বেঞ্চে বসেই শুরু করবেন—এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু ফিফার রায়ের পর সেই আশঙ্কা আর থাকল না।

ফিফা জানিয়েছে, তাদের শৃঙ্খলাবিধিতে এমন সুযোগ আছে, যেকোনো শাস্তির অংশকে পর্যবেক্ষণকাল বা ‘প্রবেশন’ হিসেবে রাখা যায়। তবে তিন ম্যাচের নিষেধাজ্ঞার ক্ষেত্রে দুই ম্যাচ স্থগিত রাখা বেশ বিরল ঘটনাই। ফিফার বিবৃতিতে বলা হয়, ‘যদি ক্রিস্টিয়ানো রোনালদো পর্যবেক্ষণকালে একই ধরনের এবং একই মাত্রার কোনো শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

চলতি মাসে ফিফার বিচার করা দুটি ঘটনায় আর্মেনিয়া ও বুরুন্ডির দুই খেলোয়াড়কে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আক্রমণাত্মক আচরণের জন্য লাল কার্ড দেখায় তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। কিন্তু এই দুই খেলোয়াড়ের ক্ষেত্রে পর্যবেক্ষণকালের মাধ্যমে শাস্তি কমানো হয়নি।

ফিফার শৃঙ্খলাবিধি জাতীয় দলের ম্যাচগুলোয় প্রযোজ্য। আগামী মার্চে পর্তুগাল দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর আগামী মে কিংবা জুনের শেষ দিকে একটি বা দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন রোনালদো। সেখানে একসঙ্গে তিনজন আনুষ্ঠানিক নৈশভোজেও অংশ নেন। এর ছয় দিন পর রোনালদোর বিষয়ে নিজেদের রায় জানাল ফিফা। রোনালদো তিন বছর ধরে সৌদি প্রো লিগের দল আল নাসরে খেলছেন। এই ক্লাবের অধিকাংশ মালিকানা সৌদির সরকারি বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ)।

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৭ নভেম্বর, দ্বিতীয়বারের সুযোগ
  • বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন না রোনালদো, খেলতে পারবেন পর্তুগালের প্রথম ম্যাচ থেকেই
  • সহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে
  • কবে বিয়ে করবেন রোনালদো-জর্জিনা, কোথায় হবে অনুষ্ঠান
  • দেখে নিন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি
  • ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৬ সালে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি
  • বিপিএটিসি স্কুলে ২০২৬ সালে বাংলা ও ইংরেজি ভার্সনে ছাত্রছাত্রী ভর্তি
  • কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, এবার আসনসংখ্যা ৩৭০১