সিলেটে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বুধবার দুপুরে র‍্যাব-৯–এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে গতকাল গভীর রাতে দক্ষিণ সুরমার সিলেট-সুনামগঞ্জ বাইপাসের মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সাউন্ড গ্রেনেডটি জুলাই অভ্যুত্থানের সময় সিলেটের কোনো থানা থেকে লুট করা বলে জানা গেছে।

র‍্যাব আরও জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে র‍্যাব-৯ সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৫টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০টি গুলি, ৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫টি এয়ারগান উদ্ধার করেছে।

র‍্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা সাউন্ড গ্রেনেডটি সিলেটের দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স উন ড গ র ন ড

এছাড়াও পড়ুন:

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের চাকরির পরীক্ষা স্থগিত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ইনস্টিটিউটের পরিচালক জিতেন চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে৭ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি শূন্য পদে সহকারী পরিচালক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। তবে অন্যান্য সব পদের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ