রাজধানীতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ ও লাঠিপেটার প্রতিবাদে ফেনীতে মহাসড়ক অবরোধ হয়েছে। আজ বেলা পৌনে তিনটায় জেলার মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা-কর্মীরা। এ সময় তাঁরা অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান। পরে পুলিশের অনুরোধে বেলা ৩টা ২০ মিনিটে তাঁরা সড়ক থেকে সরে যান। এ অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, বেলা পৌনে তিনটার দিকে বিক্ষুব্ধ ব্যক্তিরা একটি মিছিল নিয়ে এসে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। পরে তাঁরা আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারবিরোধী নানা স্লোগান দেন। অবরোধে অংশ নেওয়া কয়েকজন সড়কে শুয়ে ঢাকায় পুলিশের লাঠিপেটার ঘটনার প্রতীকী প্রতিবাদ জানান।

জানতে চাইলে কর্মসূচিতে অংশ নেওয়া ওমর ফারুক নামের একজন প্রথম আলোকে বলেন, ‘জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দিয়ে এই অন্তর্বর্তী সরকার চেয়ারে বসেছে। এরপরও আমাদের সাংবিধানিক স্বীকৃতি মেলেনি। আইনি স্বীকৃতি ছাড়া জুলাই জাতীয় সনদ হলে পরবর্তী সরকার এটি বাতিল করতে পারে। তখন আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ব। এ কারণে বাধ্য হয়ে সড়কে নেমেছি।’

নাজিম উদ্দীন নামে আন্দোলনকারীদের আরেকজন বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমাদের জুলাই যোদ্ধাদের সঙ্গে অনৈতিক আচরণ করছে। হাজারো ভাইয়ের আত্মত্যাগকে স্বীকৃতি না দিয়ে গুটিকয় রাজনৈতিক দলকে খুশি করতে ব্যস্ত সময় পার করছে।’

জানতে চাইলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস প্রথম আলোকে বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেছে। পরে অবরোধকারীদের বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র অবর ধ

এছাড়াও পড়ুন:

সিলেট, ময়মনসিংহ নাকি অন্য কোনো দল—কারা হবে চ্যাম্পিয়ন

আরও একবার শিরোপার হাতছানি সিলেট বিভাগের সামনে। জাতীয় ক্রিকেট লিগের গত আসরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও শেষ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। এই ম্যাচ জিতলে এবারের জাতীয় লিগের ট্রফিটাও যাবে তাদের ঘরে। হেরে গেলে বা ম্যাচ ড্র করলে শুরু হবে পয়েন্ট তালিকার জটিল হিসাব–নিকাশ।

এমন ‘বাঁচা–মরার’ ম্যাচে সিলেটের জন্য ধাক্কা হয়ে এসেছে চোট ও ব্যক্তিগত কারণে তিন পেসার রেজাউর রহমান, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের খেলতে না পারা। তবে তাঁদের অভাব পূরণ করার সামর্থ্য বাকি পেসারদের আছে বলে মনে করেন সিলেটের কোচ রাজিন সালেহ। প্রথম আলোকে কাল তিনি জানালেন দলের সাফল্যের রহস্যও, ‘তরুণ অথবা সিনিয়র, আমাদের দলের প্রতিটা খেলোয়াড় নিবেদিত। আমাদের দলের ভেতরের যে পরিবেশ, প্রতিটা ছেলেই সিলেটকে ধারণ করে।

শেষ রাউন্ডে সিলেটের পা হড়কালে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে জোরালো হবে ময়মনসিংহের। ঢাকা মেট্রোর পরিবর্তে এবারের আসরেই প্রথমবারের মতো জাতীয় লিগে খেলছে ময়মনসিংহ। মাত্র এক দিনের অনুশীলনেই দলটিকে টুর্নামেন্ট খেলতে নামতে হয়েছিল।

শীর্ষে থাকা সিলেটের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে শেষ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে খেলতে নামবে ময়মনসিংহ। দলটির এবারের যাত্রা নিয়ে কোচ নাজমুল হোসেন বলেন, ‘হোটেলে ও মাঠে অনুশীলনের সময় একসঙ্গে বেশি সময় কাটিয়ে খেলোয়াড়দের মধ্যে বন্ধন তৈরির চেষ্টা করেছি। ওদের ভালো ও খারাপ সময়ে সমর্থন দিয়েছি। দলের এ বন্ধনটাই আমাদের শক্তি।’

এই দুই দলের বাইরেও ৬ ম্যাচে দুটি করে জয় পাওয়া রংপুর, খুলনা, চট্টগ্রাম ও বরিশালের সামনেও শিরোপা জয়ের সুযোগ আছে। রোমাঞ্চ নিয়ে তাই অপেক্ষায় জাতীয় লিগের শেষ রাউন্ড।

এনসিএলের পয়েন্ট তালিকা

পয়েন্টের হিসাব :

ম্যাচ জিতলে ৮ পয়েন্ট

ড্র করলে প্রতি দল ২ পয়েন্ট

টাই করলে প্রতি দল ৪ পয়েন্ট

বোনাস পয়েন্ট হিসাব:

ইনিংস ব্যবধানে জিতলে ১ পয়েন্ট

১০ উইকেটে জিতলে ১ পয়েন্ট

পরপর দুই ম্যাচ জিতলে ১ পয়েন্ট

টানা ৩ ম্যাচ জিতলে ২ পয়েন্ট

টানা ৪ ম্যাচ জিতলে ৩ পয়েন্ট

টানা ৫ ম্যাচ জিতলে ৪ পয়েন্ট

টানা ৬ ম্যাচ জিতলে ৫ পয়েন্ট

পয়েন্ট সমান হলে কী দেখা হবে?

* সবচেয়ে বেশি জয়

*সবচেয়ে কম হার

*সমান হওয়া দলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে কে বেশি পয়েন্ট পেয়েছে

*প্রতিপক্ষের বেশি উইকেট নিতে পেরেছে কোন দল

*সবচেয়ে বেশি রান করেছে কারা

শেষ রাউন্ডে কে কার মুখোমুখিআরও পড়ুনঅস্ট্রেলিয়াতেও ১ হাজার রান, যে রেকর্ডে রুটের ওপরে শুধুই একজন০৫ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ