শেফিল্ড ইউনাইটেড ও শেফিল্ড ওয়েনসডে—ইংল্যান্ডের দুই বিখ্যাত ফুটবল ক্লাব। ইংল্যান্ডের শীর্ষ লিগের চারবারের চ্যাম্পিয়ন ওয়েনসডে অবশ্য অনেক দিন ধরেই প্রিমিয়ার লিগের বাইরে। শেফিল্ডের এই দুই ক্লাবেরই জন্ম–ইতিহাসে জড়িয়ে আছে ক্রিকেট। আনুমানিক ১৮২০ সালে দ্য ওয়েনসডে ক্রিকেট ক্লাব নামেই প্রথম আবির্ভাব শেফিল্ড ওয়েনসডের। আর ১৮৫৪ সালে শেফিল্ড ইউনাইটেড ক্রিকেট ক্লাব নামে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড। তবে ক্রিকেটীয় আদি পরিচয় এখন ইতিহাসই হয়ে আছে ক্লাব দুটির জন্য।
এখন প্রশ্ন করতেই পারেন ক্লাবের নাম ওয়েনসডে বা বুধবার কেন? উত্তর লুকিয়ে আছে নামের মধ্যেই। ইতিহাস বলছে, এই ক্লাবের প্রতিষ্ঠার সময় যাঁরা জড়িত ছিলেন, তাঁদের শুধু বুধবার বিকেলেই অর্ধবেলা ছুটি ছিল। যেহেতু শুধু বুধবার বিকেলেই খেলার সুযোগ ছিল, তাই ক্লাবের নাম ওয়েনসডে ক্রিকেট ক্লাব রাখেন তাঁরা।
শেফিল্ড ওয়েনসডের হিলসবরো স্টেডিয়াম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামের নির্মাণাধীন-নির্মিতব্য দুই টার্মিনাল
২ / ৯দ্রুতগতিতে এগিয়ে চলছে নতুন টার্মিনালের নির্মাণকাজ।