সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার
Published: 19th, October 2025 GMT
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ভোট কেন্দ্র ও নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করতে উচ্চপর্যায়ের আন্তঃসংস্থা বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয় থেকে গত ১৩ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বৈঠকটি সোমবার (২০ অক্টোবর, ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের সভাকক্ষে হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
আরো পড়ুন:
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল: সিইসি
নাটোরে পিআরসহ ৫ দাবিতে জামায়াতের জনসভা
সভায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, র্যাব, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ইসি সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটের দিনের নিরাপত্তা কৌশল নির্ধারণ এবং নির্বাচনি এলাকাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে গৃহীত সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে নির্দেশনা হিসেবে পাঠানো হবে।
বৈঠকের আমন্ত্রণপত্র সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ প্রধান (আইজিপি), বিজিবির মহাপরিচালক, আনসারের মহাপরিচালক, র্যাবের মহাপরিচালকসহ একাধিক সংস্থার শীর্ষ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এছাড়া, তথ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), পুলিশ সদর দপ্তর ও এনএসআইসহ গোয়েন্দা সংস্থাগুলোকেও বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এ বৈঠকেই নির্ধারিত হতে পারে নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের সমন্বয় কাঠামো ও দায়িত্ব বণ্টন।
ঢাকা/এএএম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে ইউএনও ও ওসির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রদবদল শুরু হয়েছে। এর অংশ হিসেবে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার অফিসার ইনচার্জ মো.লিয়াকত আলীকে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উল্লেখিত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) রহিমা আক্তার ইতি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সরকার আশ্রাফুল ইসলাম, নৌ পুলিশের পরিদর্শক সালেহ আহমেদ,নির্বাচন অফিসার শেখ ফরিদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, প্রকৌশলী সামিন ইশরাক,মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ুম খান, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির, যুব উন্নয়ন অফিসার মো.শাহেন শাহ, খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী দুই অফিসারের কার্যকালে জনস্বার্থে বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপের স্মৃতিচারন করে বক্তারা বলেন,চরম টালমাটাল অবস্থায় ইউএনও মো. মোস্তাফিজুর রহমান এবং ওসি লিয়াকত আলী কর্মস্থলে যোগদান করেন।দু’জনেই স্ব-স্ব দায়িত্ব গ্রহণের পরপর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফেরাতে নিরলস কাজ করেছেন।অনেকাংশেই তারা সফলভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছেন। স্বল্প সময়ের মধ্যে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দরের মানুষের নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন।