‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হতে যাচ্ছে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা, ২০২৫’। প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা ১৫তম বারের মতো এ মেলার আয়োজন করছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.

মো. মনোয়ার হোসেন এ মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মেলার তাৎপর্য তুলে ধরে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, “এ বছর আমরা ১৫তম প্রজাপতি মেলা উদযাপন করতে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক যুগের বেশি সময় ধরে এ মেলা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ এ মেলা দেখতে আসেন। প্রকৃতিতে প্রজাপতির গুরুত্ব কী, মানুষ এখানে এসে দেখতে পারেন, বুঝতে পারেন। একটা শিশু যখন চোখের সামনে এসব দেখতে পারে, তখন প্রজাপতিকে নিয়ে নতুনভাবে ভাবতে শেখে। প্রজাপতি টিকে থাকলে প্রকৃতি টিকে থাকবে। এ মেলায় এসে ইকোসিস্টেমে প্রজাপতির গুরুত্ব জানার মাধ্যমে আমরা সবাই সচেতন হতে পারব।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের মেলায় দেশের বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হবে। ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৫’ অ্যাওয়ার্ড যৌথভাবে পাচ্ছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাহারিয়ার রাব্বি তন্ময় এবং নূরে আফসারী।

১৫তম এ আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ‘বাটারফ্লাইস অব বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন। বইটিতে ৩৬০ প্রজাতির প্রজাপতির ছবিসহ এদের বায়োলজি ও শনাক্তকারী জিনভিত্তিক বিস্তারিত তথ্য আছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রজাপতি পার্ক ও গবেষণাকেন্দ্র।

দিনব্যাপী যা থাকছে
আগামী ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় মেলা উদ্বোধন, অ্যাওয়ার্ড প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এরপর বর্ণাঢ্য র‍্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা এবং প্রজাপতির গল্পে পাপেট শো ও অরিগ্যামি প্রদর্শিত হবে।

অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে—দিনব্যাপী প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন এবং প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন। দুপুরের পর হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতিবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম
আয়োজক কমিটি জানিয়েছে, মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে প্রতিযোগীদের নাম নিবন্ধন করতে হবে। ছবি আঁকা প্রতিযোগিতায় নার্সারি থেকে তৃতীয় শ্রেণি (ক গ্রুপ) এবং চতুর্থ থেকে সপ্তম শ্রেণির (খ গ্রুপ) শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বারোয়ারি বিতর্ক এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা থাকছে। প্রজাপতি চেনা প্রতিযোগিতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুজন করে শিক্ষার্থী দলগতভাবে অংশ নিতে পারবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ও রেডিও তুমি।

ঢাকা/আহসান/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য র জন য প রক ত

এছাড়াও পড়ুন:

৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি তিনটি হলো- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)  সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানগুলোর মধ্যে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনার ক্রেডিট রেংটিস লিমিটেড (এনসিআর) এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

ন্যাশনাল পলিমার: আলফা ক্রেডিট রেটিং পিএলসি অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

রূপালী ইন্স্যুরেন্স: ন্যাশনার ক্রেডিট রেংটিস লিমিটেডের রেটিংস অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ইবনে সিনা: আলফা ক্রেডিট রেটিং পিএলসি অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ২ ডিসেম্বর অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসসির প্রশাসনিক কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯০
  • প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে ওয়াইম্যাক্স ইলেকট্রোড
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ৩ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • সিজানের হ্যাটট্রিকে গ্রুপ ফাইনালে জাহাঙ্গীরনগর
  • শিল্পের দূষণে ডুবছে সাভার ও ধামরাইয়ের কৃষিজমি
  • জাদুঘরের নিয়োগে ‘প্রত্নতত্ত্ব’ বিষয় অন্তর্ভুক্তির দাবি
  • জাবিতে আইএইজির ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন
  • ভোলায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৩ জেলে ভারতের কারাগারে বন্দী