খুলনার ফুলতলায় আছিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দামোদর হ্যাচারি মোড়সংলগ্ন তাঁর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আছিয়া বেগম ওই এলাকার শহীদ মোল্লার স্ত্রী। ঘটনার পর পুলিশ হোসেন কাজী (৩২) নামের এক যুবককে আটক করেছে। তিনি নড়াইল সদর থানার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানিয়েছে, নিহত আছিয়া বেগম ও হোসেন কাজী দূরসম্পর্কের আত্মীয় ছিলেন। তাঁদের মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার পর হোসেন কাজী নিহত আছিয়াদের বাড়ির ছাদের পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন। পরে সেখান থেকে তাঁকে আটক করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

জেল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, আছিয়ার স্বামী একজন দোকানদার। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়ির দোতলায় ওই নারী থাকতেন। আলামত উদ্ধারের সময় ছাদে গিয়ে পানির ট্যাংকের ভেতর হোসেন কাজীকে পাওয়া যায়। সেখান থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উদ ধ র ঘটন র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিল শিবির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর দল ‘ইকো জেনেসিস’ আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) এগ প্রোটেকশন ডিভাইস কম্পিটিশন ২০২৫-এ অংশ নিতে যাচ্ছেন।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে যাত্রার আগে আর্থিক সংকটে পড়ে দলটি। বিষয়টি জানার পর সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার

সিলেটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ে দলটির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনটির শাখা সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন।

তারেক মনোয়ার বলেন, “আমরা সবসময় ইতিবাচক ও গঠনমূলক কাজে শিক্ষার্থীদের পাশে থাকি। শাবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়। সরকারের উচিত বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় পর্যাপ্ত ফান্ডের ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীরা নিরুৎসাহিত না হয়।”

ইকো জেনেসিস দলের গবেষণা প্রকল্পের লক্ষ্য ‘আল্ট্রা হাই পারফর্মেন্স কনক্রিট’ বা অতি শক্তিশালী কংক্রিট তৈরি করা। এতে ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার ও স্টিল মাইক্রোফাইবার, যা কংক্রিটের শক্তি ও নমনীয়তা বাড়ায়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের সদস্য ফারহানা ইসলাম প্রমা, মো. নাদির উজ জামান নাঈফ এবং আবু ইয়াহিয়া—তিনজনই শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

এর আগে, ‘ইকো জেনেসিস’ দলটি জাতীয় পর্যায়ে এসিআই চুয়েট আয়োজিত ন্যাশনাল কংক্রিট সল্যুশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং সাস্ট ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়। ধারাবাহিক এই সাফল্যের ভিত্তিতেই তারা এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে।

দক্ষিণ এশিয়া থেকে একমাত্র দল হিসেবে ‘ইকো জেনেসিস’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ