চট্টগ্রামের ফটিকছড়িতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভূজপুর ইউনিয়নের রাবার ড্যামের পশ্চিম পাশে রঈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীর অভিযোগ, মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত এ ঘটনায় জড়িত ।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. রমজান আলী (৪২)। তিনি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট। পাশাপাশি বাজারে তাঁর কুলিং কর্নার রয়েছে। তাঁর পায়ে গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রমজান আলী। তবে মাঝপথে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন দুজন মোটরসাইকেল আরোহী। এরপর ওই মোটরসাইকেলে থাকা একজন রমজান আলীকে অতর্কিত গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। পরে তাঁরা পালিয়ে যান। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এসে রমজান আলীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

জানতে চাইলে উপজেলার ভূজপুর ইউনিয়নের সদস্য মো.

লোকমান বলেন, ‘ছিনতাইকারীরা গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ব্যবসায়ী রমজান আলীকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।’

জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘ওই বিকাশ ব্যবসায়ী দোকান থেকে বের হলে তাঁর পিছু নেন মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী। আমরা ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য়

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে ভূমিকম্পে আহত ১

গোপালগঞ্জে ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসময় আতঙ্কে দোকানের বাইরে বের হতে গিয়ে এক যুবক আহত হয়েছে।

আহত যুবক চাঁনমিয়া সিকদার (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার আক্কাস সিকদারের ছেলে। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। অনুমানিক ৫ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে আতঙ্কিত হয়ে দোকানের বাইরে বের হতে গিয়ে চাঁনমিয়া সিকদার নামে এক শ্রমিক আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, মানুষ আতঙ্কে বাড়ি-ঘর, অফিস, দোকান ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। মানুষ আতঙ্কিত ছোটাছুটি করে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেলা শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা সম্পা সাহা বলেন, “দুই মেয়েকে ঘরে রেখে বাইরে বের হই। এসময় হঠাৎ করে ভূমিকম্পে বিল্ডিং কেঁপে ওঠে। মেয়েরা ভয়ে কান্না শুরু করলে দৌড়ে গিয়ে বাইরে বের করে নিয়ে আসি।”

শহরের চাঁদমারি রোডের বাসিন্দা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, “হঠাৎ করে ঘরবাড়ি কাঁপতে থাকে। এসময় স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে বের হয়ে আসি।”

শুক্রবার হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে।

ঢাকা/বাদল/এস

সম্পর্কিত নিবন্ধ