দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
Published: 21st, November 2025 GMT
হাড় কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ। দিনের বেলায় সূর্যের তাপ একটু বাড়লেও সন্ধ্যার পর থেকে অনুভূত হতে থাকে কনকনে শীত। এ জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।
আরো পড়ুন:
দিনাজপুরের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুরে বাড়ছে শীত
তিনি জানান, শুক্রবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.
তোফাজ্জল হোসেন আরো জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/মোসলেম/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ভূমিকম্পে আহত ১
গোপালগঞ্জে ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসময় আতঙ্কে দোকানের বাইরে বের হতে গিয়ে এক যুবক আহত হয়েছে।
আহত যুবক চাঁনমিয়া সিকদার (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার আক্কাস সিকদারের ছেলে। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। অনুমানিক ৫ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে আতঙ্কিত হয়ে দোকানের বাইরে বের হতে গিয়ে চাঁনমিয়া সিকদার নামে এক শ্রমিক আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, মানুষ আতঙ্কে বাড়ি-ঘর, অফিস, দোকান ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। মানুষ আতঙ্কিত ছোটাছুটি করে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা সম্পা সাহা বলেন, “দুই মেয়েকে ঘরে রেখে বাইরে বের হই। এসময় হঠাৎ করে ভূমিকম্পে বিল্ডিং কেঁপে ওঠে। মেয়েরা ভয়ে কান্না শুরু করলে দৌড়ে গিয়ে বাইরে বের করে নিয়ে আসি।”
শহরের চাঁদমারি রোডের বাসিন্দা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, “হঠাৎ করে ঘরবাড়ি কাঁপতে থাকে। এসময় স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে বের হয়ে আসি।”
শুক্রবার হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে।
ঢাকা/বাদল/এস