ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি পৃথিবীর ভূ-পৃষ্ঠের নিচের টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে হয়ে থাকে। ফলে কখন কোথায় ভূমিকম্প হবে, তা আমরা আগে থেকে জানার বা বোঝার উপায় থাকে না।কিন্তু ভূমিকম্পের সময় কী করণীয়, তা জানা আমাদের সবার জন্য খুবই জরুরি। চলুন জেনে নিই, ভূমিকম্পের সময় ও পরে কী করতে হবে।
ভূমিকম্প চলাকালে করণীয় যদি আপনি ঘরের ভেতরে থাকেন
আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন - বারান্দা, জানালা বা ছাদ থেকে লাফ দেবেন না। লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করুন। মজবুত টেবিল বা পিলারের নিচে আশ্রয় নিন। বৈদ্যুতিক সুইচ ও গ্যাস লাইন বন্ধ করুন। ঝুলন্ত বা ভাঙা জিনিসের নিচে যাবেন না। পাশে কেউ থাকলে, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করুন।
আরো পড়ুন:
ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩
সিরাজগঞ্জে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
যদি আপনি বাইরে থাকেন
খোলা ও নিরাপদ জায়গায় অবস্থান করুন বৈদ্যুতিক খুঁটি, গাছ বা সেতুর কাছ থেকে দূরে থাকুন। গাড়িতে থাকলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে ভেতরে থাকুন।
ভূমিকম্পের পর করণীয়
কোথাও আটকা পড়লে শব্দ বা সংকেত দিয়ে সহায়তা চান - আহতদের চিকিৎসার জন্য দ্রুত সহায়তা করুন ভবনের কোনো ত্রুটি থাকলে তা পরীক্ষা করে নিরাপদ ব্যবস্থা নিন।
ভূমিকম্পের আগে প্রস্তুতি
ঝুঁকিপূর্ণ ভবন মেরামত করুন - নিরাপদ খোলা জায়গা ও বের হওয়ার পথ আগেই চিনে রাখুন ঘর বা অফিসের নিরাপদ স্থানগুলো চিহ্নিত করুন এবং তা পরিবারের সদস্য বা সহকর্মীদের জানিয়ে রাখুন । জরুরিভাবে একটি ব্যাগে টর্চ, ওষুধ, পানি, শুকনো খাবার, বাঁশি ও দড়ি রাখুন।
জরুরি নম্বর দৃশ্যমান স্থানে টানিয়ে রাখুন।(জরুরি সেবা: ৯৯৯, ফায়ার সার্ভিস: ১০২, ১৬১৬৩) সতর্কতা ও সচেতনতাই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানোর সবচাইতে কার্যকর উপায়। নিজে জানুন, অন্যকেও জানতে সহায়তা করুন।
সূত্র: ব্র্যাক
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ভ ম কম প র ন র পদ করণ য়
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ভূমিকম্পে আহত ১
গোপালগঞ্জে ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসময় আতঙ্কে দোকানের বাইরে বের হতে গিয়ে এক যুবক আহত হয়েছে।
আহত যুবক চাঁনমিয়া সিকদার (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার আক্কাস সিকদারের ছেলে। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। অনুমানিক ৫ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে আতঙ্কিত হয়ে দোকানের বাইরে বের হতে গিয়ে চাঁনমিয়া সিকদার নামে এক শ্রমিক আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, মানুষ আতঙ্কে বাড়ি-ঘর, অফিস, দোকান ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। মানুষ আতঙ্কিত ছোটাছুটি করে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা সম্পা সাহা বলেন, “দুই মেয়েকে ঘরে রেখে বাইরে বের হই। এসময় হঠাৎ করে ভূমিকম্পে বিল্ডিং কেঁপে ওঠে। মেয়েরা ভয়ে কান্না শুরু করলে দৌড়ে গিয়ে বাইরে বের করে নিয়ে আসি।”
শহরের চাঁদমারি রোডের বাসিন্দা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, “হঠাৎ করে ঘরবাড়ি কাঁপতে থাকে। এসময় স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে বের হয়ে আসি।”
শুক্রবার হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে।
ঢাকা/বাদল/এস