মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল‌্যান্ডের মধ‌্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা চলছিল। হঠ‌্যাৎ ভূমিকম্পে অন‌্য সবকিছুর মতো নড়ে উঠল স্টেডিয়ামও। মাঠের ভেতরে থাকা খেলোয়াড়রা শুরুতে বুঝতে পারেননি। পরে বুঝতে পেরেই নিরাপদ স্থানে দাঁড়িয়ে যান।

এছাড়া ড্রেসিংরুমে থাকা খেলোয়াড়রা দ্রুত বেরিয়ে এসে ডাগ আউটে দাঁড়িয়ে থাকেন। মুহূর্তেই অনাকাঙ্খিত এক ঘটনার মুখোমুখি ঢাকা টেস্ট। বাংলাদেশের অফস্পিনার মিরাজ তখন বোলিংয়ের প্রস্তুতির নিচ্ছিলেন। তখনই ভূমিকম্প কাঁপিয়ে দেয় গোটা স্টেডিয়াম।

আরো পড়ুন:

৭ উইকেট হারিয়ে ২১১ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ড

মুশফিকের ইতিহাসের পর লিটনের সেঞ্চুরি, আয়ারল‌্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

প্রেসবক্সে চলে ছোটাছুটি। ভয়ংকর ঝাঁকুনিতে কাঁপতে থাকল চেয়ার-টেবিল। ধারাভাষ‌্য কক্ষ থাকা ধারাভাষ‌্যকাররাও বেরিয়ে আসেন। সংবাদ কর্মী ও ধারাভাষ‌্যকাররা সিঁড়ি দিয়ে বেরিয়ে ছুটে যান মিডিয়া ভবনের সামনে। আম্পায়াররা তাৎক্ষণিক খেলা বন্ধ করে দিয়েছিলেন। প্রায় পৌনে চার মিনিটের মতো খেলা বন্ধ রাখেন অফিসিয়ালরা। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে মিরাজ আবার খেলা বোলিং শুরু করেন। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে ভূমিকম্পে আহত ১

গোপালগঞ্জে ভূমিকম্পন অনুভূত হয়েছে। এসময় আতঙ্কে দোকানের বাইরে বের হতে গিয়ে এক যুবক আহত হয়েছে।

আহত যুবক চাঁনমিয়া সিকদার (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকার আক্কাস সিকদারের ছেলে। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। অনুমানিক ৫ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে আতঙ্কিত হয়ে দোকানের বাইরে বের হতে গিয়ে চাঁনমিয়া সিকদার নামে এক শ্রমিক আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, মানুষ আতঙ্কে বাড়ি-ঘর, অফিস, দোকান ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। মানুষ আতঙ্কিত ছোটাছুটি করে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেলা শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা সম্পা সাহা বলেন, “দুই মেয়েকে ঘরে রেখে বাইরে বের হই। এসময় হঠাৎ করে ভূমিকম্পে বিল্ডিং কেঁপে ওঠে। মেয়েরা ভয়ে কান্না শুরু করলে দৌড়ে গিয়ে বাইরে বের করে নিয়ে আসি।”

শহরের চাঁদমারি রোডের বাসিন্দা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, “হঠাৎ করে ঘরবাড়ি কাঁপতে থাকে। এসময় স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে বের হয়ে আসি।”

শুক্রবার হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে।

ঢাকা/বাদল/এস

সম্পর্কিত নিবন্ধ