রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে গাজীপুরের কালীগঞ্জে ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

কালীগঞ্জে সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা, নারী গ্রেপ্তার

গাজীপুরে অনুমোদনহীন মেলায় জুয়া ও লটারি বাণিজ্য

উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.

টি.এম কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে সরিষা, গম ও মুগ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়েছে।

সরিষা ফসলের জন্য ৬০০ জন কৃষক পেয়েছেন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।

গম ফসলের জন্য ৩০ জন কৃষককে দেওয়া হয়েছে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া মুগ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ৩০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।

ঢাকা/রফিক/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জন ক ষ ১০ ক জ ফসল র

এছাড়াও পড়ুন:

৬৬৪ কোটি টাকার সার আমদানি

কৃষি খাতে সরবরাহ নিশ্চিত রাখতে সৌদি আরব, মরক্কো এবং রাশিয়া থেকে মোট ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এতে ব্যয় হবে প্রায় ৬৬৪ কোটি টাকা।

বুধবার (২২ অক্টোবর) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

আরো পড়ুন:

ড্রাইভিং লাইসেন্স পেতে লাগবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

সরকারকে কেয়ারটেকার মোডে যাওয়া উচিত: আমীর খসরু

সারের পরিমাণ ও খরচ
ইউরিয়া সার: সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে প্রায় ১৫১ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি টন ইউরিয়া সারের দাম পড়বে ৪১৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।

ডিএপি সার: মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে। এতে খরচ হবে ৩৬০ কোটি ১ লাখ টাকা। প্রতি টন ডিএপি সারের দাম পড়বে ৭৩৫ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এমওপি সার: রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ৬১ লাখ টাকা। প্রতি টন এমওপি সারের দাম পড়বে ৩৫৬ দশমিক ২৫ মার্কিন ডলার।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ৬৬৪ কোটি টাকার সার আমদানি