তরুণ অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন ‘প্রিয়জন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২০২৮ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অপু আহমেদ এবং সাধারণ সম্পাদক মহসীন পলাশ। 

২০১৮ সালের ৫ জুন, মাত্র আটজন সদস্য নিয়ে সূচনা হয় সংগঠনটির। সেই ছোট পরিসর থেকেই আজ এটি প্রায় অর্ধশতাধিক সদস্যের প্রাণবন্ত পরিবারে পরিণত হয়েছে। সংগঠনটি দেশের স্বনামধন্য শিল্পী ক্লাবগুলোর আদলে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

আরো পড়ুন:

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর

একটা মানুষ কীভাবে এতটা সুখী হয়, জায়েদ খানকে নিয়ে জয়ের প্রশ্ন

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর মাসুদ, ওয়াহিদ ইকবাল মার্শাল ও ওয়াসিম যুবরাজ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় নাথ ও মিষ্টি মারিয়া। 

সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ, অর্থ সম্পাদক মো.

রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এমরান হাশো, সহ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক আহমেদ সাজু, অনুষ্ঠান সম্পাদক জামাল রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামশেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমেদ ফারুক, স্বাস্থ্য সম্পাদক শামস আরফিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হেদায়েত নান্নু। এছাড়া কার্যনির্বাহী পরিষদে সাতজন সদস্য নির্বাচিত হয়েছেন। 

‘প্রিয়জন’ সংগঠনের নেতারা জানিয়েছেন, অভিনয়শিল্পীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।

ঢাকা/রাহাত/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক ত হয় ছ স গঠন আহম দ

এছাড়াও পড়ুন:

আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন

মঞ্চে দাঁড়িয়ে কেউ গাইছেন গান, কেউ গিটারের তারে তুলছেন সুর। দর্শকেরাও সেই সুর মোহিত হয়ে উপভোগ করছেন। কেউ দিচ্ছেন করতালি, কেউবা মুঠোফোনের ফ্ল্যাশ জ্বেলে শিল্পীদের উৎসাহ দিচ্ছেন। সেই সঙ্গে মঞ্চের আলোকসজ্জা তো আছেই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাস্কেটবল মাঠে গিয়ে দেখা যায় এ দৃশ্য। উৎসবমুখর এ পরিবেশের আয়োজন করেছিল চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

সংগঠনটির দুই দিনব্যাপী এ উৎসবে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এ ছাড়া সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরাও রয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ উৎসব শেষ হয়েছে। এ উৎসব ঘিরে মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের স্টল। এতে ছিল নানা পণ্য, খাবার ও শীতের পিঠা।

উৎসবের সহযোগিতায় রয়েছে প্রথম আলো, পৃষ্ঠপোষকতায় ইলেকট্রনিক কোম্পানি ‘হ্যাভিট’, খাদ্যসহায়তায় ‘পাহাড়িকা কিচেন’ আর বেভারেজ সহায়তায় মোজো।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর পর্যায়ক্রমে মঞ্চে গান পরিবেশন করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্পীরা। বিরতির পর রাত নয়টায় আবার শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। একে একে মঞ্চে গান পরিবেশন করেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পরিবেশকদের সম্মাননা দিয়ে প্রথম দিনের উৎসব শেষ হয়।

দুই দিনব্যাপী উৎসবের এ আয়োজন দেখতে ভিড় করেন হাজারো শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে চুয়েটের বাস্কেটবল মাঠে

সম্পর্কিত নিবন্ধ

  • শাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিল ছাত্র ইউনিয়ন, প্যানেল ঘোষণা ছাত্রশিবিরের
  • ইসরায়েলি দখলদারির অবসান ঘটলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস
  • আড্ডা আর গানে চুয়েটে ‘জয়ধ্বনির’ উৎসবমুখর আয়োজন
  • বন্দর ইজারার কাজ বন্ধ না করলে অবরোধ-ধর্মঘটের হুঁশিয়ারি স্কপের