বন্দরে কিশোর গ্যাং’র হামলায় পিতা-পুত্র আহত
Published: 25th, October 2025 GMT
বন্দরে কিশোর গ্যাং’র হামলায় রং মিস্ত্রী পিতা ও স্কুল ছাত্র পুত্র আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় আহত পিতা রাকেস চৌধুরী রাজু বাদী হয়ে গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে হামলাকারি কিশোর গ্যাং এর হোতা গৌরব চন্দ্র দাস ও রাহুলের নাম উল্লেখ্য করে আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টায় বন্দর থানার বাবুপাড়াস্থ বৃন্দাবন আখড়া সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত শুক্রবার (২৪ অক্টোবর) হিন্দু ধর্মালম্বীদের কালি পূজার দশমী দিন ছিল। এ সুবাদে গত বৃহস্পতিবার রাতে পৌন ১২টায় বন্দর থানার বাবুপাড়া এলাকার রাকেস চৌধুরী রাজু মিয়ার ছেলে বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ছাত্র বিবেক চৌধুরী রাতুল (১৪) তার পিতার নিকট থেকে ৫০০ টাকা নিয়ে দোকানে যায়।
ওই সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বখাটে গৌরব চন্দ্র দাস ও রাহুলসহ অজ্ঞাত নামা ৭/৮ জন কিশোর উল্লেখিত ছাত্রের কাছে টাকা দেখতে পেয়ে বিবাদীগন স্কুল পড়ুয়া ছাত্রকে কিলঘুষি ও কমড়ের বেল্ট দিয়ে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
লোক মারফতে খবর পেয়ে স্কুল ছাত্রের পিতা রাকেস চৌধুরী রাজু ও তার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় উল্লেখিতরা বখাটেরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার ও চাকু দিয়ে প্রকাশ্যে হামলাকারিরা রাকেস চৌধুরী রাজুকে হত্যার উদ্দেশ্য পেটের বাম দিকে ও বাম হাতে আঘাত করে রত্তাক্ত কাটা জখম করে।
পরে অজ্ঞাত বখাটেরা তার স্ত্রীকে শ্লীতাহানী করে ৬ আনা ওজনের গলার চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহের অভিষেকে আরিফুলের সেঞ্চুরি, প্রথম দিনে সেঞ্চুরি আরও তিনটি
২৭তম জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে আজ। উদ্বোধনী দিনে সেঞ্চুরি পেয়েছেন আরিফুল ইসলাম, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান ও ইয়াসির আলী। ময়মনসিংহের অভিষেকে আরিফুলের সেঞ্চুরি
দশম দল হিসেবে জাতীয় ক্রিকেট লিগে আজ অভিষেক হলো ময়মনসিংহ বিভাগের। দারুণ এক সেঞ্চুরিতে দলটির অভিষেক রাঙিয়েছেন আরিফুল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে সিলেট বিভাগের বিপক্ষে ১০১ রান করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। আট ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২০ বছর বয়সী ব্যাটসম্যানের এটিই প্রথম সেঞ্চুরি। তাঁর দল ময়মনসিংহ ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে।
ইংলশি ব্যাটসম্যান ডেভিড ম্যালানের সঙ্গে আরিফুলের এই ছবিটা বিপিএলের। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের ব্যাটসম্যান