বন্দরে কিশোর গ্যাং’র হামলায় পিতা-পুত্র আহত
Published: 25th, October 2025 GMT
বন্দরে কিশোর গ্যাং’র হামলায় রং মিস্ত্রী পিতা ও স্কুল ছাত্র পুত্র আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় আহত পিতা রাকেস চৌধুরী রাজু বাদী হয়ে গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে হামলাকারি কিশোর গ্যাং এর হোতা গৌরব চন্দ্র দাস ও রাহুলের নাম উল্লেখ্য করে আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টায় বন্দর থানার বাবুপাড়াস্থ বৃন্দাবন আখড়া সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত শুক্রবার (২৪ অক্টোবর) হিন্দু ধর্মালম্বীদের কালি পূজার দশমী দিন ছিল। এ সুবাদে গত বৃহস্পতিবার রাতে পৌন ১২টায় বন্দর থানার বাবুপাড়া এলাকার রাকেস চৌধুরী রাজু মিয়ার ছেলে বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ছাত্র বিবেক চৌধুরী রাতুল (১৪) তার পিতার নিকট থেকে ৫০০ টাকা নিয়ে দোকানে যায়।
ওই সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বখাটে গৌরব চন্দ্র দাস ও রাহুলসহ অজ্ঞাত নামা ৭/৮ জন কিশোর উল্লেখিত ছাত্রের কাছে টাকা দেখতে পেয়ে বিবাদীগন স্কুল পড়ুয়া ছাত্রকে কিলঘুষি ও কমড়ের বেল্ট দিয়ে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
লোক মারফতে খবর পেয়ে স্কুল ছাত্রের পিতা রাকেস চৌধুরী রাজু ও তার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় উল্লেখিতরা বখাটেরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার ও চাকু দিয়ে প্রকাশ্যে হামলাকারিরা রাকেস চৌধুরী রাজুকে হত্যার উদ্দেশ্য পেটের বাম দিকে ও বাম হাতে আঘাত করে রত্তাক্ত কাটা জখম করে।
পরে অজ্ঞাত বখাটেরা তার স্ত্রীকে শ্লীতাহানী করে ৬ আনা ওজনের গলার চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন ডিসির, সন্তোষ প্রকাশ
আসন্ন নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে দেখতে শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সফর করেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
এসময় তিনি উপজেলার চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
কেন্দ্রগুলো হলো, সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজ, দুপ্তারা, ৫ নং উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নং কামরানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ প্রমূখ।