ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের লাশ দেখতে না দেওয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সদর উপজেলার বিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের অনুসারী এবং বিরামপুর গ্রামের ইকবাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান ও ব্যবসায়ী সাচ্চু মিয়ার পক্ষের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন বিরামপুর গ্রামের প্রয়াত মইজ উদ্দিনের ছেলে। তিনি ইকবাল হোসেন পক্ষের অনুসারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে হারুন ও ইকবালের অনুসারীদের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিল। গত রমজান মাসে লুডু খেলা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একাধিকবার সালিসের পর বিষয়টির মীমাংসা হয়। তখন হারুনের পক্ষের লোকজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গতকাল শুক্রবার বিকেলে বিরামপুর গ্রামের প্রয়াত হাসেম মিয়ার স্ত্রী মোসাম্মৎ বেগম (৯৫) মারা যান। তাঁর ছয় ছেলের মধ্যে নোয়াব মিয়া, আবদুল হক মিয়া, ফজল হক মিয়া ও শহীদুল হক মিয়া অনেক আগেই বাড়ি ছেড়ে হারুন অর রশিদের গোষ্ঠীতে চলে যান। বাকি দুই ছেলে জহিরুল হক ও নুরুল হকের সঙ্গে তাঁদের মা থাকতেন। তাঁরা ইকবাল হোসেনের পক্ষের অনুসারী। পূর্ববিরোধের জেরে তাঁরা ওই চার ভাইকে মায়ের লাশ দেখতে না দিয়ে গতকাল দাফন করেন। এতে ওই চার ছেলেসহ হারুনের পক্ষের লোকজন ক্ষিপ্ত হন। এ নিয়ে গতকাল রাত থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের লোকজন বল্লম, টেঁটাসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। উভয় পক্ষের লোকজনকে হেলমেট, লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেটের প্যাড পরে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। এ সময় ককটেল বিস্ফোরণসহ উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ইকবাল হোসেনের পক্ষের নাসির উদ্দিন নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ও বর্তমান ইউপি সদস্য আনিসুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও না ধরায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমান ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোষ্ঠীগত বিরোধ নিয়ে পূর্ব থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল গ্রামের এক বৃদ্ধা মারা যান। তাঁর ছয় ছেলের মধ্যে চারজন এক পক্ষে এবং দুজন অন্য পক্ষের অনুসারী। গতকাল চার ভাইকে মায়ের লাশ না দেখিয়ে দাফন করেন বাকি দুই ভাই। এসব নিয়েই সংঘর্ষ হয়। এলাকায় পুলিশ মোতায়েন আছে। লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইকব ল হ স ন র উদ দ ন স ঘর ষ গতক ল

এছাড়াও পড়ুন:

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন চাকরি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ফেঞ্চুগঞ্জ বিউবো নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ‘দৈনিক সম্মানী’ ভিত্তিতে চারটি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ
১. সহকারী শিক্ষক
বিষয়: গণিত ও সাধারণ বিজ্ঞান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত/পদার্থ/রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান
বেতন-ভাতা: দৈনিক ৬০২ টাকা (মাসিক বেতন ১৫,০৫০ টাকা)
২. সহকারী শিক্ষক
বিষয়: ধর্ম
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল/সমমান ডিগ্রি।
বেতন-ভাতা: দৈনিক ৬০২ টাকা (মাসিক বেতন ১৫,০৫০ টাকা)
৩. সহকারী শিক্ষক
বিষয়: শরীরচর্চা
পদসংখ্যা: ০১

আরও পড়ুননর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই–এ চাকরি, পদ ১৩৭ ০৯ ডিসেম্বর ২০২৫

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি/সমমান ও বিপিএড ডিগ্রি/সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি/সমমান ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা
বেতন-ভাতা: দৈনিক ৬০২ টাকা (মাসিক বেতন ১৫,০৫০ টাকা)
৪. সহকারী শিক্ষক (স্নাতক)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি/সমমান।
বেতন-ভাতা: দৈনিক ৫১৩ টাকা (মাসিক বেতন ১২,৮২৫ টাকা)
বয়সসীমা
১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর; ৪ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আরও পড়ুনদুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮০৮ ডিসেম্বর ২০২৫

আবেদনের নিয়ম
নিজের হাতে লেখা আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মুঠোফোন নম্বর, ই-মেইলসহ জীবনবৃত্তান্ত, দুই কপি ছবিসহ সব শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, বিউবো, ফেঞ্চুগঞ্জ, সিলেট বরাবর ডাক/কুরিয়ার/সরাসরি পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুন১৫৫৪ সিনিয়র অফিসার পদে চাকরি, প্রিলিমিনারির ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৫,০০৩৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ