রাজশাহীর বাগমারায় রাতে নিখোঁজের পর সকালে বাড়ির পাশের নির্জন স্থান থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম স্বপন কুমার (২৩)। তিনি বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামের ধীরেন কুমারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় স্বপন একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ অবস্থান করার পর আবার বেরিয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। রাতে বাড়ি না–ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও তাঁকে কোথাও পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশে একটি নির্জন স্থানে ডোবার পাশে স্বপনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্বপনকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয় গ্রাম–পুলিশ সদস্য আবদুর রশিদ বলেন, যে স্থানে লাশ পাওয়া গেছে, সেখানে লোকজনের যাতায়াত খুবই কম। লাশের পাশে একটি কোমল পানীয়র বোতল পাওয়া গেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

স্বপনের বাবা ধীরেন কুমার বলেন, ‘কারও সঙ্গে আমার ছেলের কোনো বিরোধ ছিল না। আবার আত্মহত্যা করবে, এমন কোনো কারণও দেখি না। তবে প্রায় এক বছর আগে অভিমানে ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়েছিল। পরে চিকিৎসায় সে সেরে ওঠে। সে কোনো কাজ করত না।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কাঁচপুরে ৭০ লাখ টাকার জাটকা জব্দ

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় প্রায় ৭০ লাখ টাকার ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৯ ডিসেম্বর রাত ১১টায় গোপন সংবাদেরভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

সিয়াম-উল-হক আরও বলেন, জব্দক করা জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
 

সম্পর্কিত নিবন্ধ