উইকেটে যখন এসেছেন তখন ইংল্যান্ডের রান ৩ উইকেট ৫। পরের ৩ উইকেট যেতেও ইংল্যান্ডের খুব বেশি সময় লাগেনি। দলীয় ৫৬ রানেই হারায় ৬ উইকেটে। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এমন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ১০১ বলে ১৩৫ রানে। তাঁর এই ৯ ছক্কা ও ১১ চারের ইনিংসের সৌজন্য ইংল্যান্ড তুলতে পেরেছে ২২৩ রান।

বিস্তারিত আসছে.

..

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

নয় মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৯.৩৬ শতাংশ

‎পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাসের প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৯.৩৬ শতাংশ।

রবিবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

নয় মাসে সিঙ্গারের বড় লোকসান

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান, বেড়েছে লেনদেন

‎এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৫৩ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৭৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৭৮ টাকা বা ৪৪.৫৭ শতাংশ।

এদিকে, চলতি হিসাববছরের নয় মাসে ব্র্যাক ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.০৯ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪.৩৭ টাকা। সে হিসেবে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.৭২ টাকা বা ৩৯.৩৬ শতাংশ।

এছাড়া, চলতি হিসাববছরের নয় মাসে ব্র্যাক ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬৩.০৩ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৪৪.০১ টাকা। 

‎২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১.৭৩ টাকায়।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ