৪৩ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
Published: 26th, October 2025 GMT
নারীদের ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে আজ রোববার বিকেলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ নেমে এসেছে ৪৩ ওভারে। যেখানে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ টস হেরে ব্যাট করবে বিশ্বকাপে তাদের শেষ ম্যাচে।
৪৩ ওভারের ম্যাচে পাওয়ার প্লে হবে ৯ ওভারের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
আরো পড়ুন:
বৃথা গেল ব্রুকের ঝড়ো সেঞ্চুরি, নিউ জিল্যান্ডের জয়
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
টস জিতে হারমানপ্রীত কৌর বলেন, “আকাশে মেঘের কারণে আমরা বোলিং নিয়েছি। উমা চেত্রি আজ আন্তর্জাতিক অভিষেক করছে। ক্রান্তি ও রানা বিশ্রামে আছে। বদলে রাধা ও আমনজোত ফিরেছে দলে। দলের পরিবেশ এখন অনেক ভালো, আগের ম্যাচে নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম এবং সেটা মাঠে দেখিয়েছি। এবার সেই ছন্দটা ধরে রাখতে চাই।”
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, “আমাদের বোলাররা দারুণ ফর্মে আছে। তাই আগে ব্যাট করা আমাদের জন্য ভালোই হবে। আগের ম্যাচের হারটা মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু প্রতিটি ম্যাচেই সেরা পারফরম্যান্স দিতে হবে। এই কন্ডিশনে যদি আমরা ২৩০-এর বেশি রান করতে পারি, তাহলে আমাদের বোলিং আক্রমণ সেটি রক্ষা করতে পারবে বলে আমি বিশ্বাস করি।”
বাংলাদেশের একাদশ:
১.
২. রুবিয়া হায়দার,
৩. শারমিন আখতার,
৪. সোবহানা মোস্তারি,
৫. নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটকিপার),
৬. শর্না আখতার,
৭. রিতু মনি,
৮. রাবেয়া খান,
৯. নাহিদা আখতার,
১০. মারুফা আখতার,
১১. নিশিতা আখতার নিশি।
ভারতের একাদশ:
১. প্রতিকা রাওয়াল,
২. স্মৃতি মান্ধানা,
৩. হারলিন দিওল,
৪. হারমানপ্রীত কৌর (অধিনায়ক),
৫. জেমিমা রদ্রিগেজ,
৬. উমা চেত্রি (উইকেটকিপার),
৭. দীপ্তি শর্মা,
৮. রাধা যাদব,
৯. শ্রী চরনী,
১০. আমনজোত কৌর,
১১. রেনুকা সিং।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪৩ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে আজ রোববার বিকেলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ নেমে এসেছে ৪৩ ওভারে। যেখানে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ টস হেরে ব্যাট করবে বিশ্বকাপে তাদের শেষ ম্যাচে।
৪৩ ওভারের ম্যাচে পাওয়ার প্লে হবে ৯ ওভারের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
আরো পড়ুন:
বৃথা গেল ব্রুকের ঝড়ো সেঞ্চুরি, নিউ জিল্যান্ডের জয়
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
টস জিতে হারমানপ্রীত কৌর বলেন, “আকাশে মেঘের কারণে আমরা বোলিং নিয়েছি। উমা চেত্রি আজ আন্তর্জাতিক অভিষেক করছে। ক্রান্তি ও রানা বিশ্রামে আছে। বদলে রাধা ও আমনজোত ফিরেছে দলে। দলের পরিবেশ এখন অনেক ভালো, আগের ম্যাচে নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম এবং সেটা মাঠে দেখিয়েছি। এবার সেই ছন্দটা ধরে রাখতে চাই।”
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, “আমাদের বোলাররা দারুণ ফর্মে আছে। তাই আগে ব্যাট করা আমাদের জন্য ভালোই হবে। আগের ম্যাচের হারটা মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু প্রতিটি ম্যাচেই সেরা পারফরম্যান্স দিতে হবে। এই কন্ডিশনে যদি আমরা ২৩০-এর বেশি রান করতে পারি, তাহলে আমাদের বোলিং আক্রমণ সেটি রক্ষা করতে পারবে বলে আমি বিশ্বাস করি।”
বাংলাদেশের একাদশ:
১. সুমাইয়া আখতার,
২. রুবিয়া হায়দার,
৩. শারমিন আখতার,
৪. সোবহানা মোস্তারি,
৫. নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটকিপার),
৬. শর্না আখতার,
৭. রিতু মনি,
৮. রাবেয়া খান,
৯. নাহিদা আখতার,
১০. মারুফা আখতার,
১১. নিশিতা আখতার নিশি।
ভারতের একাদশ:
১. প্রতিকা রাওয়াল,
২. স্মৃতি মান্ধানা,
৩. হারলিন দিওল,
৪. হারমানপ্রীত কৌর (অধিনায়ক),
৫. জেমিমা রদ্রিগেজ,
৬. উমা চেত্রি (উইকেটকিপার),
৭. দীপ্তি শর্মা,
৮. রাধা যাদব,
৯. শ্রী চরনী,
১০. আমনজোত কৌর,
১১. রেনুকা সিং।
ঢাকা/আমিনুল