৪৩ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
Published: 26th, October 2025 GMT
নারীদের ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে আজ রোববার বিকেলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ নেমে এসেছে ৪৩ ওভারে। যেখানে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ টস হেরে ব্যাট করবে বিশ্বকাপে তাদের শেষ ম্যাচে।
৪৩ ওভারের ম্যাচে পাওয়ার প্লে হবে ৯ ওভারের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
আরো পড়ুন:
বৃথা গেল ব্রুকের ঝড়ো সেঞ্চুরি, নিউ জিল্যান্ডের জয়
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
টস জিতে হারমানপ্রীত কৌর বলেন, “আকাশে মেঘের কারণে আমরা বোলিং নিয়েছি। উমা চেত্রি আজ আন্তর্জাতিক অভিষেক করছে। ক্রান্তি ও রানা বিশ্রামে আছে। বদলে রাধা ও আমনজোত ফিরেছে দলে। দলের পরিবেশ এখন অনেক ভালো, আগের ম্যাচে নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম এবং সেটা মাঠে দেখিয়েছি। এবার সেই ছন্দটা ধরে রাখতে চাই।”
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, “আমাদের বোলাররা দারুণ ফর্মে আছে। তাই আগে ব্যাট করা আমাদের জন্য ভালোই হবে। আগের ম্যাচের হারটা মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু প্রতিটি ম্যাচেই সেরা পারফরম্যান্স দিতে হবে। এই কন্ডিশনে যদি আমরা ২৩০-এর বেশি রান করতে পারি, তাহলে আমাদের বোলিং আক্রমণ সেটি রক্ষা করতে পারবে বলে আমি বিশ্বাস করি।”
বাংলাদেশের একাদশ:
১.
২. রুবিয়া হায়দার,
৩. শারমিন আখতার,
৪. সোবহানা মোস্তারি,
৫. নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক/উইকেটকিপার),
৬. শর্না আখতার,
৭. রিতু মনি,
৮. রাবেয়া খান,
৯. নাহিদা আখতার,
১০. মারুফা আখতার,
১১. নিশিতা আখতার নিশি।
ভারতের একাদশ:
১. প্রতিকা রাওয়াল,
২. স্মৃতি মান্ধানা,
৩. হারলিন দিওল,
৪. হারমানপ্রীত কৌর (অধিনায়ক),
৫. জেমিমা রদ্রিগেজ,
৬. উমা চেত্রি (উইকেটকিপার),
৭. দীপ্তি শর্মা,
৮. রাধা যাদব,
৯. শ্রী চরনী,
১০. আমনজোত কৌর,
১১. রেনুকা সিং।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কিলঘুষিতে আহত গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি
গোপালগঞ্জের সাভানা ইকোপার্ক ও রিসোর্টের মেইন গেটের সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন (৩২)। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় অবস্থিত পার্কের গেটের সামনে তার ওপর হামলা হয়।
আরো পড়ুন:
গবিতে ধর্ষণবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীকে মারধর, থানায় অভিযোগ
নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত, পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা
আহত মিকাইল হোসেন জানান, বিকেলে সাতপাড় এলাকায় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী জনসভায় যান। সেখান থেকে সন্ধ্যার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান। তখন সাভানা পার্কের এক স্টাফের সঙ্গে পার্কের ভেতরে মটোরসাইকেল ঢুকানো নিয়ে কথা কাটাকাটি হয়।
তিনি জানান, পার্কের ম্যানেজারসহ অন্যরা বিষয়টি মীমাংসা করে দেন। রাতে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন জানান, পার্কের এক স্টাফের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন। পরে মিকাইল পার্ক থেকে বের হয়ে চলে আসার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার ওপর হামলা করে। থানায় কোনো অভিযোগ হয়নি।
ঢাকা/বাদল/মাসুদ