ঝালকাঠির নলছিটি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস চায়ের দোকানে বসে থাকা লোকদের ধাক্কা দিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর তিন জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।  

আরো পড়ুন:

গোপালগঞ্জে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত

গুরুতর আহতরা হলেন- ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও হারুন ( ৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দোকানে বসে কিছুলোক চা পান করছিলেন। এসময় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে সেখানে উপস্থিত লোকদের ধাক্কা দিয়ে পাশের খাদে গিয়ে পড়ে। ফলে দোকানে থাকা লোকজন গুরুতর আহত হন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

ঢাকা/অলোক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত গ র তর বর শ ল

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন ডিসির, সন্তোষ প্রকাশ 

আসন্ন নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে দেখতে শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সফর করেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।

এসময় তিনি উপজেলার চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

কেন্দ্রগুলো হলো, সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজ, দুপ্তারা, ৫ নং উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নং কামরানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ